সার্ক এর পূর্ণরূপ কি | সার্ক কী | সার্ক এর উদ্দেশ্য কি ছিল
সার্ক এর পূর্ণনাম হল South Asian Association for Regional Co-operation যাকে দক্ষিণ-এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বলে। ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠা করা হয়। সার্কের সদস্য সংখ্যা ৭টি দেশ।
এই সাতটি দেশ হল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। বর্তমানে আফগানিস্তানকে সার্কের নতুন সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সার্কের উদ্দেশ্য হলঃ
১। দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি।
২। সার্কভুক্ত প্রতিটি দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি।
৩। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা প্রদান ।
8 জনসংখ্যা সংক্রান্ত সহায়তা দান।
৫। কৃত্তি, আবহাওয়া, টেলিযোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন ।
৬। পরিবহন, ডাক, শিল্প ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে পরস্পর পরস্পরের প্রতি সহায়তা দান প্রভৃতি । পরিশেষে বলা যায়, উপরিউক্ত সকল বিষয়ে পরস্পর সহায়তার জন্য সার্ক জন্মলাভ করে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “সার্ক কী | সার্ক এর পূর্ণরূপ কি | সার্ক এর উদ্দেশ্য কি ছিল” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।