প্রশ্নঃ আলো শোষণ করে কোন ধরনের জমিন?
ক) মসুন খ) খসখসে গ)উজ্জ্বল ঘ) হালকা
উত্তরঃ ক) মসুন
প্রশ্নঃ আলোর শোষণ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাহলে তাকে আলোর শোষণ বলে।
প্রশ্নঃ কোন রঙের বস্তু সকল আলো শোষণ করে?
উত্তরঃ কালো রঙের বস্তু সকল আলো শোষণ করে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “আলো শোষণ করে কোন ধরনের জমিন?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।