DNA এর ভৌত গঠন।
১৯৫৩ সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক DNA অনুর যে ডাবল হেলিক্স গাঠনিক মডেল প্রস্তাব করেন তাই সঠিক মডেল হিসেবে সর্বত্র স্বীকৃত হয়েছে।
এজন্য তারা ১৯৬৩ সালে আরেক বিজ্ঞানী মরিস উইলকিন্স সহ নোবেল পুরস্কার লাভ করেন। জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক প্রদত্ত DNA অনুর ডাবল হেলিক্স গাঠনিক মডেল অনুযায়ী DNA অনুর গঠন নিম্নরূপ।
১| DNA অনু দ্বিসুত্রক, বিন্যাস ঘুরানো সিড়ির মত, যাকে বলা হয় ডাবল হেলিক্স।
২| সুত্রদুটি বিপরীত মুখী হয়ে (৫’→৩’ এবং ৩’→৫’) সমদুরত্বে পাশাপাশি অবস্থান করে।
৩|সিড়ির দুই দিকের রেলিং তৈরী হয় ডিঅক্সিরাইবোজ স্যুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক (alternative) সংযুক্তির মাধ্যমে।
৪| দুই দিকের দুটি রেলিংয়ের মাঝখানের প্রতিটি ধাপ তৈরী হয় একজোড়া নাইট্রোজেন বেস দিয়ে। DNA অনুর অ্যাডিনিন(A) এর সাথে থাইমিন(T), গুয়ানিন(G) এর সাথে সাইটোসিন (C) যুক্ত হয়। এরা পরস্পর সম্পুরক।
৫| এক দিকের অ্যাডিনিন(A) এর সাথে অপরদিকের থাইমিন(T) দুইটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে (A=T বা T=A)। এবং এক দিকের গুয়ানিন(G) এর সাথে অপরদিকের সাইটোসিন (C) দুইটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে (G///C বা C///G)।
৬| ক্ষারকগুলো (A,T,G,C) ১নং কার্বনের সাথে যুক্ত থাকে।
৭| ডাবল হেলিক্সের প্রতিটি ঘুর্নন বা প্যাচে ১০ জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। একজোড়া (পাশাপাশি অবস্থিত) মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য ৩.৪’A। কাজেই ডাবল হেলিক্সের প্রতিটি প্যাচ বা ঘুর্ননের দুরত্ব ৩৪’A (১০X ৩.৪’A)।
৮| ডাবল হেলিক্সের ব্যাস ২০’A; সিড়ির একধাপ থেকে অন্য ধাপের দুরত্ব ৩.৪’A.
৯| প্রতিটি পুর্ণাঙ্গ প্যাঁচে মোট ২৫টি হাইড্রোজেন বন্ড থাকে।
১০| হেলিক্সের প্রতিটি ঘুর্নন বা প্যাঁচে একটি গভীর ও একটি অগভীর খাঁজ বা ভাঁজের সৃষ্টি হয়।
মোটকথা দুটি ডিঅক্সিপলিনিউক্লিওটাইড সুত্র বিপরীতমুখীভাবে পরস্পর সংযুক্ত হয়ে একটি দ্বিসুত্রক DNA অনু গঠন করে। অনুটি সিড়ির ন্যায় এবং প্যাঁচানো।
আরো পড়ুনঃ DNA এর রাসায়নিক গঠন
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “DNA এর ভৌত গঠন।” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।