নন- মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বা ব্লেন্ডিং ইনহেরিটেন্স
জীবদেহের এক এক জোড়া জিন দ্বারা এক একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। এ সকল ক্ষেত্রে প্রজননের প্রায় সব ক্রসেই সাধারণত মেন্ডেলিয়ান অনুপাতটি দেখা যায়।
কিন্তু কোন কোন ক্ষেত্রে বংশগতির এ সাধারন নিয়মের ব্যতিক্রম দেখা যায়। ফলে ৩:১ বা ৯:৩:৩:১ অনুপাত সকল ক্রসে পাওয়া যায়না। এ ধরনের ইনহেরিটেন্সকেই নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বা Blending inheritance বলা হয়।
এসকল ক্ষেত্র দেখা যায়, একটি বিশেষ বৈশিষ্ট্য দুই বা ততোধিক জিন দ্বারা প্রভাবিত হয় এবং এর প্রকাশিত জিনগুলোর পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “নন- মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বা ব্লেন্ডিং ইনহেরিটেন্স” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।