তেঁতুলে কি এসিড থাকে? তেতুলে কোন এসিড থাকে তেঁতুল গাছের বৈজ্ঞানিক নাম

তেঁতুলে (তেতুলে) যে এসিড থাকে তা হলো টারটারিক এসিড ( C₄H₆O₆ ) 
টারটারিক এসিডের গাঠনিক সংকেত (IUPAC নাম: 2,3-dihydroxybutanedioic acid) C4H6O6।
বাংলা উচ্চারণঃ 2,3-ডাইহাইড্রক্সিবুটানেডিওয়িক অ্যাসিড।
অথবা
2,3-Dihydroxybutanedioic acid  (2,3-ডাইহাইড্রক্সিসাকসিনিক এসিড)

তেঁতুল (তেতুল) সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন উত্তর

তেঁতুল গাছের বৈজ্ঞানিক নাম কি?

উত্তরঃ Tamarindus indica ( ট্যামারিন্ডাস  ইন্ডিকা )।

রক্তে কোলস্টেরল কমানোর কাজে কোন ফল ব্যবহার হচ্ছে?

উত্তরঃ  তেঁতুল।

কোন ফলে ক্যালসিয়াম আছে?

উত্তরঃ  তেঁতুল।
স্কেলিটাল ফ্রুরোসিস(skeletal fluorosis) রোগের প্রকোপ হ্রাস করতেও তেঁতুল ব্যবহৃত হয়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “তেঁতুলে কি এসিড থাকে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts