ম্যালিক এসিডের সংকেত কি? ম্যালিক এসিডের রাসায়নিক ও গাঠনিক সংকেত কী Formula of Malic Acid

ম্যালিক এসিডের সংকেত হলো C₄H₆O₅ ( C4H6O5) এটি একটি জৈব এসিড। ম্যালিক এসিডের গাঠনিক সংকেত হলোঃ 2-ডাইহাইড্রক্সিবুটানেডিওয়িক এসিড,  ( 2-Dihydroxybutanedioic acid )
অথবা,
2-ডাইহাইড্রোক্সিসাকসিনিক এসিড ( 2-Dihydroxysuccinic acid )

ম্যালিক এসিড সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর

ম্যালিক এসিডের ইউপ্যাক IUPAC নাম কি?

উত্তরঃ 2-ডাইহাইড্রক্সিবুটানেডিওয়িক এসিড।

কোন ফলে ম্যালিক এসিড বেশি থাকে?

উত্তরঃ আপেল

কোন সবজিতে ম্যালিক এসিড থাকে?

উত্তরঃ গাজরে ম্যালিক এসিড থাকে।

ম্যালিক এসিডের কয়টি স্টেরিও আইসোমেরিক ফর্ম রয়েছে?

উত্তরঃ দুটি ( L ও D isomer)

কোন ম্যালিক এসিড প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় বা বিদ্যমান ?

উত্তরঃ এল-ম্যালিক এসিড ( L – isomer malic acid )

ম্যালিক এসিডের রাসায়নিক সংকেত কী?

উত্তরঃ C₄H₆O₅
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ম্যালিক এসিডের সংকেত কি? ” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts