ব্লু ভিট্রিয়ল কাকে বলে?

তুতেঁর রাসায়নিক নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল (Blue Vitriol).

পেন্টাহাইড্রেট কপার সালফেট বা কেলাস-জলযুক্ত কিউপ্রিক সালফেটকে ব্লু-ভিট্রিয়ল বলে । ব্লু-ভিট্রিয়ল সাধারণভাবে তুঁতে নাম পরিচিত । এর রাসায়নিক সংকেত CuSO4, 5H2O ।
 এটি কীটনাশক, ছত্রাকনাশক হিসাবে ও খোদাইয়ের কাজে ব্যবহৃত হয়। ভিট্রিয়লগুলি সাধারণত লৌহ, তামা, ম্যাগনেশিয়াম ইত্যাদি কিছু নির্দিষ্ট ধাতুর সালফেট।
প্রকৃতি:-
[i] কপার সালফেট বা ব্লু-ভিট্রিয়ল গন্ধহীন, অনুদ্বায়ী ও গাঢ় নীলবর্ণের কেলাসিত অজৈব কঠিন পদার্থ । এটি একটি শমিত লবণ । জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে ।
[ii] কপার সালফেট -এর প্রতি অণুতে পাঁচ অণু কেলাস জল আছে ।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ব্লু ভিট্রিয়ল কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts