সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে পার্থক্য কি?

সাবান ও ডিটারজেন্টর মধ্যে পার্থক্য কি? (What is difference between soap and detergent?)

সাবান ও ডিটারজেন্ট উভয়ে ময়লা পরিষ্কারক হিসাবে ব্যবহৃত হলেও এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে–

  1. সাবান হল দীর্ঘ কার্বন বিশিষ্ট ফ্যাটি এসিডের সোডিয়াম/পটাশিয়াম লবণ। অপরদিকে, ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট সালফোনিক এসিডের সোডিয়াম লবণ।
  2. সাবান পানিতে কম দ্রবণীয়। কিন্তু ডিটারজেন্ট পানিতে বেশি দ্রবণীয়।
  3. সাবান খর পানিতে কাপড় পরিষ্কার করতে পারে না।  ডিটারজেন্ট খর পানিতে কাপড় পরিষ্কার করতে পারে।
  4. সাবানের পরিষ্কারক ক্ষমতা ডিটারজেন্ট এর থেকে কম। অন্যদিকে, ডিটারজেন্টের পরিষ্কারক ক্ষমতা সাবানের চেয়ে বেশি।
  5. সাবান অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দীর্ঘ শিকল। কিন্তু ডিটারজেন্ট অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় হতে পারে।
  6. সাবান এর কার্যকরী মূলক ( R -COONa/K) এবং ডিটারজেন্টের কার্যকরী মূলক (R -OSO₃Na)।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে পার্থক্য কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts