অন্যান্য
1 min read

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম আসলেই প্রথম আলোচনা হচ্ছে তুমি ৪৫০০০ এর মধ্যে সিলেক্ট হতে পারবে না কি না। ৪৫ হাজারের মধ্যে সিলেক্ট না হতে পারলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই ৪৫ হাজার সিলেক্ট করা হয় প্রাথমিকের আবেদনের পর রেজাল্ট দেখে। রেজাল্ট কারো সমান সমান হলে বোর্ড পরীক্ষার বিভিন্ন সাবজেক্টের প্রাপ্ত নাম্বার দেখে। অর্থাৎ রেজাল্ট + নাম্বার দেখে নির্বাচন করা হয়।তার মানে হচ্ছে এইচএসসি রেজাল্ট খারাপ হলে তুমি অনেক আগেই পিছিয়ে পড়বে। তাহলে,এখন ভাব তোমাকে কি করতে হবে?

 

প্রাথমিক আবেদন যোগ্যতা

বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং মোট জিপিএ ৮.০০ হতে হবে।
বাণিজ্য বিভাগে চতুর্থ বিষয়সহ জিপিএ ৩.৫০ থাকতে হবে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় এবং মোট জিপিএ ৭.৫০ হতে হবে।
মানবিকের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ জিপিএ ৩.০০ থাকতে হবে এবং মোট জিপিএ ৭ হতে হবে।

পরীক্ষার তথ্য ও মান বন্টন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরে পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে।
পরীক্ষার সময় ১ ঘন্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ নম্বর হলেও, ৫ টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। পাশ নম্বর ৪০
পরীক্ষার হলে কোনো প্রকার ডিভাইস যেমন- ক্যালকুলেটর,মোবাইল ফোন, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি নেওয়া যাবে না।

ভর্তি পরীক্ষার মান বন্টন

A ইউনিট (মানবিক)

বাংলা-৩০
ইংরেজি-৩০
সাধারণ জ্ঞান-৩০
মোট-১০০ নম্বর।
প্রাথমিক আবেদন থেকে যে ৪৫০০০ রাবি ভর্তি পরীক্ষার জন্য সিলেক্ট করা হবে তার মধ্যে ৬০% মানবিক থেকে এবং বাকি ৪০% নেওয়া হবে অন্যান্য বিভাগ থেকে।

B ইউনিট (বাণিজ্য)

বাংলা-১০
ইংরেজি-২৫
ব্যবসায় সংগঠন-২৫
হিসাব বিজ্ঞান-২৫
আইসিটি-১৫
মোট ১০০ নম্বর।

বাণিজ্য ছাড়া অন্যান্য ইউনিটের জন্য-

বাংলা-২০
ইংরেজি-৩০
সাধারণ জ্ঞান-২৫
আইসিটি-২৫
মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
৪৫০০০ এর মধ্যে বাণিজ্য থেকে ৬০% নেওয়া হবে অন্যান্য বিভাগ থেকে ৪০% নেওয়া হবে।

C ইউনিট (সাইন্স)

🎯আবশ্যিক
পদার্থ -২৫ নম্বর
রসায়ন -২৫ নম্বর
আইসিটি- ৫ নম্বর
প্রতিটি প্রশ্নের মান ১.২৫ নম্বর করে।মোট ১০০ নম্বর।

🤔ঐচ্ছিক-
গণিত অথবা জীববিদ্যা অথবা জীববিদ্যা+গণিত একসাথে উত্তর করা যাবে।
গণিত-২৫ নম্বর
জীববিদ্যা- ২৫ নম্বর
একসাথে দুইটি উত্তর দিলে
জীববিদ্যা-১৩ নম্বর
গণিত-১২ নম্বর।
জীববিদ্যা + গণিত উত্তর দিলে সি ইউনিটের সবগুলো সাবজেক্টে ভর্তি হতে পারবে।
শুধু গণিত থেকে উত্তর দিলে শুধু নির্দিষ্ট করা সেই সম্পর্কিত সাবজেক্ট পাবে।
আর শুধু জীববিজ্ঞান থেকে উত্তর দিলে সেই সম্পর্কিত নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি হতে পারবে।

এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সি ইউনিটে অ-বিজ্ঞানের ছাত্ররাও পরীক্ষা দিতে পারবে।কিন্তু, তারা শুধু ভুগোল ও পরিবেশবিদ্যা,মনোবিজ্ঞান,শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবে। এখানে,পড়তে চাইলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। প্যারিস রোডের অবস্থান এই রাজশাহী বিশ্ববিদ্যালয়েই। অত্যন্ত চমৎকার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কে নিজের করে নিতে পরিশ্রমের বিকল্প নেই।

Rate this post