ভিউ মিরর হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন?

গাড়ির ড্রাইভাররা গাড়ি চালানোর সময় সব সময় পেছনে কি হচ্ছে সেটা দেখার জন্য ভিউ মিরর ব্যবহার করেন। ভিউ মিরর এমনভাবে তৈরি করা থাকে যাতে ছোট একটি আয়না দিয়ে গাড়ির পেছনের বড় একটা জায়গা দেখতে পারেন। এক্ষেত্রে ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অপরদিকে সমতল দর্পণ লক্ষবস্তুর সমান আকারের বিম্ব গঠন করে। এটি ভিউ মিরর হিসেবে ব্যবহার করলে ছোট দর্পণ দিলে বড় একটা জায়গা দেখা যায় না। তাই ভিউ মিররে এটি ব্যবহৃত হয় না।

Similar Posts