রাবির প্রাথমিক আবেদনের সিলেকশন রেজাল্ট আগামীকাল ১৪ই জুন প্রকাশিত হবে

রাবির প্রাথমিক আবেদনের সিলেকশন রেজাল্ট আগামীকাল ১৪ই জুন প্রকাশিত হবে।

উল্লেখ্য যে,  রাবি ভর্তি পরীক্ষা: সি ইউনিটে আবেদন সর্বাধিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের প্রাথমিক আবেদন শেষ হয়েছে। গত ২৫ মে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত মোট আবেদন পড়েছে ৩ লাখ ৯৮ হাজার। যেখানে সি ইউনিটে আবেদন পড়েছে সর্বাধিক। শুধু  সি ইউনিটেই ১ লাখ ৫০ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।  অধ্যাপক বাবুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গত ২৫ মে শুরু হওয়া প্রাথমিক আবেদন ৯ জুন শেষ হয়েছে। প্রাথমিক এ আবেদন শেষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ৩ লাখ ৯৮ হাজার।

তিনি বলেন, হিসেব অনুসারে এ ইউনিটে ১ লাখ ৪৫ হাজার, বি ইউনিটে ১ লাখ ৩ হাজার এবং সি ইউনিটে ১ লাখ ৫০ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন।ফলাফলের বিষয়ে এ পরিচালক বলেন, প্রাথমিক আবেদনের ফলাফল আগামী ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের আবেদন ১৫ জুন শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত। তাছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ থেকে ২৭ জুলাই। চার শিফটে ১৮ হাজার করে মোট ৭২ হাজার শিক্ষার্থী প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। ভর্তি পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ের আবেদন ফি ১১’শ টাকা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *