Modal Ad Example
Current Affairs

২০২৩ সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ১০০টি প্রশ্ন ও উত্তর

1 min read

২০২৩ সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ১০০টি প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশাল্লাহ! 100 Questions and Answers from Current Affairs August 2023 are discussed below. The article will be very helpful for those of you who are appearing for various competitive exams. Inshallah!

 

আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ১০০টি প্রশ্ন ও উত্তর

∎ বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে
⌲ যুক্তরাষ্ট্রের কাছে।

∎ বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে
⌲ রাশিয়ার কাছে।

∎ সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) বিজ্ঞানীরা যে ফুল ফোটাতে সক্ষম হন
⌲ জিনিয়া।

∎ গ্রীন হাউজ গ্যাসের যে গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না
⌲ সিএফসি।

∎ বর্তমানে সৌরজগতে যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি
⌲ শনি।

∎ বিশ্বের প্রথম Respiratory Syncytial Virus (RSV)-এর টিকার নাম
⌲ Arexvy।

∎ বর্তমান বিশ্বে কার্বন-ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ
⌲ চীন।

∎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে
⌲ ইউরেনিয়াম।

∎ বিশ্বে প্রথমবারের মতো মৌমাছির টিকা অনুমোদন দেয়
⌲ যুক্তরাষ্ট্র।

∎ ১২ জুলাই ২০২৩ কমিশনিং করা ‘বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি কোথায় অবস্থিত?
⌲ কলাপাড়া, পটুয়াখালী

∎ এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান কে?
⌲ ফাতিমা ইয়াসমিন

∎ ২৫ জুন ২০২৩ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?
⌲ চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম ও বগুড়ার দই

∎ ২০ জুলাই ২০২৩ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?
⌲ বাংলাদেশের শীতলপাটি

∎ দেশের ১৩তম মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) কে?
⌲ মো. নুরুল ইসলাম

∎ বাংলাদেশ নৌবাহিনীর ১৭তম প্রধান কে?
⌲ মোহাম্মদ নাজমুল হাসান

∎ ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ কোনটি?
⌲ বরিশাল

∎ ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্র্যের হার কম কোন বিভাগে ?
⌲ খুলনা

∎ ২০২৩ সালের জরিপ অনুযায়ী, দেশে প্রায়োগিক সাক্ষরতার হার (৭+) কত?
⌲ ৬২.৯২%

∎ বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ কত বছর?
⌲ ১২ বছর

∎ বাংলাদেশের প্রথম টাকার ও মুদ্রার নকশাকার কে?
⌲ কে জি মুস্তাফা

∎ ২০২২-২৩ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত?
⌲ ৯.০২%

∎ ২০২২-২৩ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি?
⌲ তৈরি পোশাক

∎ বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে?
⌲ ১১ জুলাই ২০২৩

∎ ২০২২ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
⌲ যুক্তরাজ্য

∎ ৩০ জুন ২০২৩ জাতিসংঘ কোন শান্তিরক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে?
⌲ MINUSMA

∎ জুলাই ২০২৩ কোন দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে?
⌲ মিসর-তুরস্ক

∎ প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দু’বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন কে?
⌲ নরেন্দ্র মোদি

∎ বিশ্বের বৃহত্তম অফিস ভবনের নাম কী?
⌲ সুরাট ডায়মন্ড বোর্স

∎ ভাগনার কোন দেশ ভিত্তিক ভাড়াটে যোদ্ধা?
⌲ রাশিয়া

∎ ৭ জুলাই ২০২৩ কোন দেশ সংরক্ষিত রাসায়নিক অস্ত্রের সর্বশেষ মঞ্জুত সম্পূর্ণভাবে ধ্বংস করে?
⌲ যুক্তরাষ্ট্র

∎ বর্তমানে বিশ্বের প্রাচীনতম সংবাদপত্র কোনটি?
⌲ Hildesheimer Allgemeine Zeitung

∎ মাইক্রোব্লগিং সাইট Threads করে যাত্রা শুরু করে?
⌲ ৫ জুলাই ২০২৩

∎ Threads’র মালিকানা প্রতিষ্ঠান কোনটি?
⌲ Meta

100 Questions and Answers from Current Affairs August 2023

∎ ১৮ জুন ২০২৩ আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সলিলসমাধি ঘটে কোন ডুবোযানের?
⌲ Titan

∎ ১৬ জুলাই ২০২৩ কোন দেশ CPTPP চুক্তি স্বাক্ষর করে?
⌲ যুক্তরাজ্য

∎ বর্তমানে CPTPP চুক্তি স্বাক্ষর করা দেশ কতটি?
⌲ ১২টি

∎ ৬ জুলাই ২০২৩ মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) আলঝেইমার রোগের জন্য কোন ওষুধের অনুমোদন দেয়?
⌲ Leqembi

∎ European Sky Shield Initiative (ESSI)-এর প্রস্তাবক কে?
⌲ ওলাফ শলৎজ

∎ সার্কের ১৫তম মহাসচিব কে?
⌲ গোলাম সারওয়ার

∎ বর্তমানে ইউনেস্কোর মোট সদস্য দেশ কতটি?
⌲ ১৯৪টি

∎ ১০ জুলাই ২০২৩ কোন দেশ ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়?
⌲ যুক্তরাষ্ট্র

∎ সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বর্তমান সদস্য দেশ কতটি?
⌲ ৯টি

∎ ৪ জুলাই ২০২৩ কোন দেশ SCO’র নবম সদস্যপদ লাভ করে?
⌲ ইরান

∎ ২০২৩ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
⌲ আইসল্যান্ড

∎ ২০২৩ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
⌲ আফগানিস্তান

∎ ২০২৩ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত?
⌲ ৮৮তম

∎ ২০২৩ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
⌲ আইসল্যান্ড

∎ ২০২৩ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
⌲ আফগানিস্তান

∎ ২০২৩ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত?
⌲ ৫৯তম

∎ প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি?
⌲ ভারত

∎ প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম?
⌲ সপ্তম

∎ ১৫তম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
⌲ ২২-২৪ আগস্ট ২০২৩

∎ ১৫তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
⌲ জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা

∎ ন্যাটোর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
⌲ ১১-১২ জুলাই ২০২৩

∎ ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
⌲ ভিলনিয়াস, লিথুয়ানিয়া

∎ ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী কোন দেশ?
⌲ ভারত

∎ নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কে?
⌲ ফারজানা হক

∎ ২৩ সেপ্টেম্বর-৮ অক্টোবর ২০২৩ এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
⌲ হ্যাংঝু, চীন

∎ কোন বিশ্বকাপ জয়ী দল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করতে পারছেনা?
⌲ উইন্ডিজ

∎ দেশের একক বৃহত্তম পয়ঃশোধনাগার কেন্দ্র কোথায় অবস্থিত?
⌲ খিলগাঁও, ঢাকা ।

∎ দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে কোথায়?
⌲ চাঁপাইনবাবগঞ্জ ।

∎ দেশের প্রথম বীজ পরীক্ষাগার হিসেবে International Seed Testing Association (ISTA)-এর স্বীকৃতি ও সনদ লাভ করে কোনটি?
⌲ এমএনটি সিড টেস্টিং ল্যাবরেটরি।

∎ পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে Electronic Toll Collection (ETC) কার্যক্রম চালু হয় কবে?
⌲ ৫ জুলাই ২০২৩।

∎ দেশে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কতটি?
⌲ ৬৮৪টি ।

∎ প্রথম বাংলাদেশি হিসেবে ‘গ্রেট হিমালয়ান ট্রেইল’-এর দুর্গম ১৭০০ কিলোমিটার পথ পাড়ি দেন কে?
⌲ ইকরামুল হাসান শাকিল ।

∎ আগারগাঁও-মতিঝিল পরীক্ষামূলকভাবে রুটে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হয় কবে?
⌲ ৭ জুলাই ২০২৩।

∎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বয়সের কাহিনি নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী ?
⌲ দুঃসাহসী খোকা (পরিচালক মুশফিকুর রহমান গুলজার) ।

∎ প্রথম বাংলাদেশি হিসেবে ইতালিভিত্তিক ‘সিভিটেলা রানিয়েরি স্থাপত্য পুরস্কার ২০২৫’-এ ভূষিত হন কে?
⌲ স্থপতি রিজভী হাসান।

∎ বাংলাদেশ বিশ্বের কতটি দেশে মাছ রপ্তানি করে?
⌲ ৫২টি দেশে ।

∎ ১৮ জুলাই ২০২৩ অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অ্যাপারেল সামিটের আয়োজন করে কোন প্রতিষ্ঠান?
⌲ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA)।

∎ চ্যানেল ২৪-এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) রোবট সংবাদ পাঠিকার নাম কী?
⌲ অপরাজিতা ।

∎ দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর কোনটি?
⌲ বাংলাবান্ধা স্থলবন্দর (তেঁতুলিয়া, পঞ্চগড়)।

∎ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (IMO) নতুন মহাসচিব কে?
⌲ আর্সেনিও আন্তোনিও ডমিনগেজ ভেলাস্কো (পানামা) ।

∎ ভারতে বিজেপি বিরোধী নতুন জোটের নাম কী?
⌲ Indian National Developmental Inclusive Allaince (INDIA)।

∎ SOFR’র পূর্ণরূপ কী?
⌲ Secured Overnight Financing Rate.

∎ Saint Sebastian Tended by Two Angels নামের বিখ্যাত চিত্রকর্মটি কার?
⌲ শিল্পী পিটার পল রুবেন্স ।

∎ ভূতাত্ত্বিক যুগের নামকরণ করে কোন প্রতিষ্ঠান?
⌲ International Commission on Stratigraphy (ICS).

∎ ‘বিলিয়ন ডলার হাইস্ট’ তথ্যচিত্রের নির্মাতা কে?
⌲ ড্যানিয়েল গর্ডন।

∎ ১২ জুলাই ২০২৩ বিশ্বের প্রথম তরল মিথেনচালিত রকেট Zhuque-2-এর সফল উৎক্ষেপণ করে কোন দেশ?
⌲ চীন ।

∎ ২২-২৩ জুন ২০২৩ ‘নিউ গ্লোবাল ফিন্যান্সিয়াল প্যাক্ট সামিট’ কোথায় অনুষ্ঠিত হয়?
⌲ প্যারিস, ফ্রান্স ।

∎ রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রথম নারী গভর্নর হিসেবে নিয়োগ পান কে?
⌲ মিশেল বুলক । তিনি ১৮ সেপ্টেম্বর ২০২৩ দায়িত্ব গ্রহণ করবেন ।

∎ ২৪ জুলাই ২০২৩ বাংলাদেশ বৈশ্বিক স্কুল মিলস কোয়ালিশনের কততম সদস্যপদ লাভ করে?
⌲ ৮৫তম।

∎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নৌবাহিনীর প্রধান হিসেবে প্রথম কোন নারীকে মনোনয়ন দেন?
⌲ অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি ।

∎ চীনে বিশ্বের প্রথম বাণিজ্যিক ছোট চুল্লি বা স্মল মডুলার রিঅ্যাক্টর (SMR) প্রকল্পের মূল মডিউলটি স্থাপনের অনুমোদন দেওয়া হয় কবে?
⌲ ১৩ জুলাই ২০২৩।

∎ ২৫ জুন ২০২৩ নরেন্দ্র মোদিকে মিসর কোন পদকে ভূষিত করে?
⌲ মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব দ্য নাইল’ ।

∎ বিশ্বের প্রথম বাজারজাতকৃত ডেঙ্গু টিকার নাম কী?
⌲ ডেঙ্গভ্যাক্সিয়া (ফরাসি প্রতিষ্ঠান সানোফির)।

∎ ১ জুলাই ২০২৩ পূর্ব তিমুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
⌲ জানানা গুসমাও

∎ ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল নামে ঐতিহাসিক গীর্জা কোথায় অবস্থিত?
⌲ ওডেসা, ইউক্রেন ।

∎ ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ জি ২০-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
⌲ নয়াদিল্লী, ভারত ।

∎ ১২ জুলাই ২০২৩ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কোম্পানির নাম কী?
⌲ ‘এক্সএআই’ (সদর দপ্তর সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র)।

∎ চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
⌲ ওয়াং ই ।

∎ টেনিসের উন্মুক্ত যুগে প্রথম নারী অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয় করেন কে?
⌲ মার্কেতা ভদ্রসোভা (চেক প্রজাতন্ত্র) ।

∎ ২০২৩ সালে পুরুষ এককে প্রথমবার উইম্বলডন জয় করেন কে?
⌲ কার্লোস আলকারাজ (স্পেন)।

∎ উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
⌲ ইংল্যান্ড; রানার্স আপ স্পেন ।

∎ ১৪ জুলাই ২০২৩ আন্তর্জাতিক টি- ২০ তে ৫০তম হ্যাট্রিক করেন কে?
⌲ করিম জানাত (আফগানিস্তান)।

∎ ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয় কবে?
⌲ ১২ ডিসেম্বর

You May Also Search : কারেন্ট অ্যাফেয়ার্স,কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৩,কারেন্ট অ্যাফেয়ার্স pdf,আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,জানুয়ারী কারেন্ট অ্যাফেয়ার্স,মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,কারেন্ট অ্যাফেয়ার্স 2023,কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৩,মার্চ ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স, current affairs 2023,current affairs today,current affairs,daily current affairs,july 2023 current affairs,august 2023 current affairs,current affairs august 2023,current affairs july 2023,august current affairs 2023,today current affairs,current affairs live,august current affairs,daily current affairs news

5/5 - (12 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x