আজকে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সেশন ২০২১-২২ এর ভর্তি পরীক্ষার এ/মানবিক ইউনিট অনুষদের প্রথম শিফট(সকাল) এর সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর।
০১. সান ফ্লাওয়ার এর চিত্রকর কে?
উত্তরঃ ভিনসেট ভ্যানগগ।
০২. বাংলাদেশে আইনজীবী হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তরঃ ২১ বছর বয়স।
০৩. বাংলাদেশের সংবিধানের নাম-
উত্তরঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ( The constitution of the people’s republic of Bangladesh)।
০৪. বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে?
উত্তরঃ ২০১৫
০৫. হটস্পট হলো-
উত্তরঃ তারবিহীন ইন্টারনেটে ব্যবস্থা
০৬. ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা?
উত্তরঃ ইংল্যান্ড
০৭. এসডিজি/SDG এর কোন লক্ষ্যটি জেন্ডার সম্পর্কিত?
উত্তরঃ SDG 5
০৮. “আলোকিত মানুষ চাই” কোন প্রতিষ্ঠানের স্লোগান?
উত্তরঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র
০৯. NASA এর পূর্ণরূপ-
উত্তরঃ National Aeronautics and Space Administration.
১০. শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক লাভ করেন –
উত্তরঃ অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ।
১১. গ্রীনপিস কোন ধরনের সংগঠন?
উত্তরঃ পরিবেশবাদী
১২. ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
উত্তরঃ সমুদ্র অর্থনীতি
১৩. পদ্মা বহুমুখী সেতুতে কত তারিখ থেকে গণপরিবহন চলাচল শুরু হয়?
উত্তরঃ ২৬ জুন,২০২২ থেকে
১৪. কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগর কন্যা বলা হয়?
উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী।
১৫. বাংলাদেশের ডেল্টা প্লান এর সময়সীমা কত নির্ধারণ করা হয়েছে?
উত্তরঃ ২১০০
১৬. মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান-
উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী
১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নাম কি?
উত্তরঃ সায়েরা খাতুন।
১৮. সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র
১৯. সুয়েজখাল কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
উত্তরঃ এশিয়া ও আফ্রিকা
২০. একটি লাল ফুলকে সবুজ আলোতে কোন রঙের দেখাবে?
উত্তরঃ কালো।
২১. ইউক্রেনের নিকটবর্তী সাগর-
উত্তরঃ কৃষ্ণ সাগর।
২২. ইসলামি সহযোগী সংস্থা/OIC এর সদস্য রাষ্ট্র কয়টি?
উত্তরঃ ৫৭ টি।
২৩. ০.১১×০.০১ =?
উত্তরঃ ০.০০১১
২৪. ওয়ারী বটেশ্বর সভ্যতা কত প্রাচীন?
উত্তরঃ ২৫০০ বছরে