বাংলা ব্যাকরণ

সাধু ও চলিত ভাষার মৌলিক পার্থক্যগুলো উদাহরণসহ আলোচনা করো।

0 min read

সাধু ও চলিত ভাষার পার্থক্য :

সাধু ভাষা চলিত ভাষা
বাংলা লেখ্য সাধুরীতি ও সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে। চলিত ভাষারীতি পরিবর্তনশীল।
সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। চলিত ভাষারীতি তদ্ভব শব্দবহুল।
সাধু ভাষারীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। চলিত ভাষারীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় বিশেষ উপযোগী।
সাধু ভাষার সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। চলিত ভাষারীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য।
সাধু ভাষা মার্জিত ও সর্বজনবোধ্য কিন্তু বহুলাংশে কৃত্রিম। চলিত ভাষা সাবলীল ও স্বচ্ছন্দ গতিময়।
সাধু ভাষা তৎসম শব্দবহুল। চলিত ভাষার সর্বনাম ও ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত।
5/5 - (12 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x