Current Affairs January 2023 কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৩

Current Affairs January 2023 কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমে আলোচনা করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, তারপর আলোচলা করা হয়েছে Current Affairs January 2023 Question and Answer এবং পরে আলোচনা করা হয়েছে ৫০টি এমসিকিউ। আশা করি পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৩ থেকে প্রশ্নোত্তর

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : কৃষি মন্ত্রণালয়ের প্রথম নারী সচিবের নাম কী?
উত্তর : ওয়াহিদা আক্তার।

প্রশ্ন : সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (SASEC ) প্রকল্পের আওতায় নির্মিত প্রথম চারলেন মহাসড়ক কোনটি?
উত্তর : জয়দেবপুর-এলেঙ্গা।

প্রশ্ন : পার্বত্য শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি কবে পালিত হয়?
উত্তর : ২ ডিসেম্বর ২০২২।

প্রশ্ন : কত সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা হবে?
উত্তর : ২০৪১ সাল।

প্রশ্ন : স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি?
উত্তর : ৪টি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।

প্রশ্ন : ২১ ডিসেম্বর ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কতটি সড়ক-মহসড়কের উদ্বোধন করেন?
উত্তর : ১০০টি (প্রায় ২,০২১ কিমি)।

 

প্রশ্ন : বাংলাদেশ-ভারত যৌথ মালিকানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয় কবে?
উত্তর : ১৭ নভেম্বর ২০২২।

প্রশ্ন : রামপাল ও পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে ঢাকায় বিদ্যুৎ নেওয়ার জন্য পদ্মা নদীতে কত কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়?
উত্তর : ৭.৫ কিমি (১১টি পিলারের মাধ্যমে)।

প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনোলজি পরামর্শ কমিটির সদস্য হিসেবে কে নিয়োগ পান?
উত্তর : ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী।

প্রশ্ন : ৫ ডিসেম্বর ২০২২ দেশের ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য তারল্য সংকট দূর করতে কোন তহবিল গঠন করা হয়?
উত্তর : Islamic Banks Liquidity Facility (IBLF)।

প্রশ্ন : দেশে বর্তমানে ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক রয়েছে কয়টি?
উত্তর : ১০টি।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : পেরুর নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : আলবার্তো ওটারোলা।

প্রশ্ন : ২৮ নভেম্বর ২০২২ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মাঙ্কিপক্স ভাইরাসের নতুন কী নামকরণ করে?
উত্তর : এমপক্স (Mpox)।

প্রশ্ন : ৩০ নভেম্বর ২০২২ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের (প্রথম কৃষ্ণাঙ্গ) নতুন নেতা নির্বাচিত হন কে?
উত্তর : হাকিম জেফরিস।

প্রশ্ন : আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হাসং-১৭’ কোন দেশের তৈরি ?
উত্তর : উত্তর কোরিয়া।

প্রশ্ন : ১৪ ডিসেম্বর ২০২২ রাশিয়া কালুগা অঞ্চলে কোন ক্ষেপণাস্ত্র মোতায়েন করে?
উত্তর : আরএস-২৪ ইয়ার্স।

প্রশ্ন : ১৭ ডিসেম্বর ২০২২ ভারতীয় বংশোদ্ভূত আয়ারল্যান্ডের কোন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন?
উত্তর : লিও ভারাদকার (আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে Taoiseach বলা হয়)।

প্রশ্ন : ১৪ ডিসেম্বর ২০২২ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কোন দেশে মহাকাশ সেনা ইউনিট মোতায়েন করে?
উত্তর : দক্ষিণ কোরিয়া।

প্রশ্ন : পৃথিবীর সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি মাওনা লোয়ায় সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটে কবে?
উত্তর : নভেম্বর-ডিসেম্বর ২০২২ (অবস্থান- হাওয়াই দ্বীপ, যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন : ২৯ নভেম্বর ২০২২ চীন নিজেদের তৈরি ‘তিয়ানগং’ মহাকাশ স্টেশনে কোন নভোযানটি পাঠায়?
উত্তর : শেনঝাউ-১৫।

প্রশ্ন : ১৪ ডিসেম্বর ২০২২ জাতিসংঘ ইরানকে কোন কমিটি থেকে অপসারণ করে?
উত্তর : Commission on the Status of Women (CSW)।

প্রশ্ন : মিয়ানমারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো প্রস্তাব গৃহীত হয় কবে?
উত্তর : ২১ ডিসেম্বর ২০২২।

প্রশ্ন : ১৬ ডিসেম্বর ২০২২ বাল্টিক অঞ্চলের কোন দেশে যুক্তরাষ্ট্র পদাতিক বাহিনী মোতায়েন করে?
উত্তর : এস্তোনিয়া।

প্রশ্ন : রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথম কোন দেশ সফর করেন?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ১ জানুয়ারি ২০২৩ কোন দেশ ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত অঞ্চলে যুক্ত হয়?
উত্তর: ক্রোয়েশিয়া।

খেলাধুলা

প্রশ্ন : প্রথম মুসলিম ও আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল খেলে কোন দল?
উত্তর : মরক্কো।

প্রশ্ন : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে?
উত্তর : ঈশান কিষান (ভারত)।

প্রশ্ন : অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেন কতজন বাংলাদেশি ক্রিকেটার?
উত্তর : ৪ জন। জাকির হাসান, আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজু।

প্রশ্ন : কাতার বিশ্বকাপ ২০২২ ফাইনালে লিওনেল মেসিকে কী পরিয়ে দেওয়া হয়?
উত্তর : বিশেষ গাউন বা বিশত।

January 2023 Current Affairs Question and Answer

Bangladesh Affairs

Ques: When is Digital Bangladesh Day celebrated?
Ans: 12 December

Ques: When is Metro Rail inaugurated?
Ans: 28 December 2022

Ques: How many Green Factories do exist in the RMG sector of Bangladesh?
Ans: 171

Ques: Bangladesh imports Liquefied Natural Gas (LNG) from which country?
Ans: Qatar

Ques: What is the name of the first complete encyclopedia on Bangabandhu?
Ans: Mujibpedia

Ques: Who is the editor of Mujibpedia?
Ans: Farid Kabir.

Ques: When are 100 highways opened in Bangladesh?
Ans: 21 December 2022

Ques: Who has been appointed as the chair of the Islamic Republic of Iran by the United Nations Human Rights Council (UNHRC).
Ans: Barrister Sara Hossain.

International Affairs

Ques: What is the main motive of International Anti-Corruption Day?
Ans: To spread awareness about a corruption-free society.

Ques: Which country will host an International Conference Standing with the Ukrainian People?
Ans: France

Ques: Which President has recognized as ‘Time magazine 2022 person of the year’?
Ans: Volodymyr Zelensky

Ques: Who is the first female president of Peru?
Ans: Dina Boluarte

Ques: Which country has recently passed a law to completely end tobacco smoking by banning youth from buying cigarettes for life?
Ans: New Zealand

Ques: Who will be new Chief Scientist of World Health Organization (WHO)?
Ans: Dr Jeremy Farrar

Ques: Which country launched world’s first commercial moon lander in December 2022?
Ans : Japan

Ques: Which arab country successfully launched first-ever Arab- Built lunar spacecraft?
Ans: UAE

Ques: The Food and Agriculture Organization (FAO) organized an opening ceremony for the International Year of Millets 2023 in which city?
Ans : Rome, Italy

Ques: Who is the writer of the book Freedom at Midnight?
Ans: Dominique Lapierre (France)

Ques: G7 summit 2025 will be held in which country?
Ans: Canada

Ques: Who is writer of the poem The Waste Land”?
Ans : T. S. Eliot

Ques: When was the poem ‘The Waste Land’ published?
Ans: December 1922

Ques: Which one is the highest oil importing country?
Ans : China

Ques: Which country has launched ‘Group of Friends’ to promote accountability for crimes against peacekeepers?
Ans : India

Ques: According to Forbes 2022, who is the most powerful woman of the world?
Ans: Ursula von der Leyen.

Reports

Ques: What is the current position of Bangladesh in exporting RMG?
Ans : 2nd

Ques: Which country is the highest investor in Bangladesh for the year 2022?
Ans : USA

Ques: Which country is the highest oil producer for the year 2022?
Ans: USA

Ques: What is the current position of Bangladesh in remittance earning?
Ans : 7th

Sports

Ques: Who won the best Young Player Award in FIFA World Cup 2022?
Ans: Enzo Fernandez

Ques: Which country is the winner of FIFA World Cup 2022?
Ans: Argentina

Ques: Which country will host 2026 World Cup?
Ans: United States, Mexico and Canada

Ques: Which country is the highest World Cup winner?
Ans : Brazil

Ques: Who is the Golden Ball winner of the World Cup 2022?
Ans: Lionel Messi

Ques: Who is the Golden Boot winner of the World Cup 2022?
Ans : Kylian Mbappe

Ques: What is the full form of VAR & FIFA?
Ans: Video Assistant Referee & Federation of International football Association.

Ques: What is the name of the stadium where the final match was played?
Ans: Lusail Stadium.

Ques: What is the current FIFA ranking of Bangladesh Football team?
Ans : 192

Ques: Who has made a world record of making the fastest double century in a One Day International (ODI) against Bangladesh recently?
Ans: Ishan Kishan (India)

 

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৩ থেকে ৫০টি এমসিকিউ

বাংলাদেশ বিষয়াবলী

১. দেশের ২৩তম মন্ত্রিপরিষদ সচিব কে?
ক) মাসুদ বিন মোমেন
খ) কবির বিন আনোয়ার
গ) নাজমুল আহসান
ঘ) মো. আমিনুল ইসলাম খান

সঠিক উত্তর : কবির বিন আনোয়ার

২. প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে?
ক) মোস্তাফিজুর রহমান
খ) মোহাম্মদ সালাহ উদ্দিন
গ) মো. তোফাজ্জল হোসেন মিয়া
ঘ) খাজা মিয়া

সঠিক উত্তর : মো. তোফাজ্জল হোসেন মিয়া

৩. বিশ্বব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক কে?
ক) ড. আহমদ কায়কাউস
খ) ড. মোহাম্মদ তারেক
গ) মো. ওয়াহিদুল ইসলাম খান
ঘ) খন্দকার আনোয়ারুল ইসলাম

সঠিক উত্তর : ড. আহমদ কায়কাউস

৪. জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
ক) মো. নজরুল ইসলাম
খ) এনামুল হক চৌধুরী
গ) মেঘনা গুহ ঠাকুরতা
ঘ) ড. কামাল উদ্দিন আহমেদ

সঠিক উত্তর : ড. কামাল উদ্দিন আহমেদ

৫. দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় কবে?
ক) ১১ ডিসেম্বর ২০২২
খ) ২২ ডিসেম্বর ২০২২
গ) ১৬ ডিসেম্বর ২০২২
ঘ) ২৮ ডিসেম্বর ২০২২

সঠিক উত্তর : ২৮ ডিসেম্বর ২০২২

৬. নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্বাক্ষর করা প্রথম নোট কবে বাজারে আসে?
ক) ২৫ নভেম্বর ২০২২
খ) ২৭ নভেম্বর ২০২২
গ) ২৯ নভেম্বর ২০২২
ঘ) ১ ডিসেম্বর ২০২২

সঠিক উত্তর : ২৯ নভেম্বর ২০২২

৭. বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ) বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
ক) লৌহজং, মুন্সীগঞ্জ
খ) সাভার, ঢাকা
গ) মিরসরাই, চট্টগ্রাম
ঘ) আড়াইহাজার, নারায়ণগঞ্জ

সঠিক উত্তর : আড়াইহাজার, নারায়ণগঞ্জ

৮. সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা কোন ফলের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হন?
ক) কাঁঠাল
খ) জাম
গ) লিচু
ঘ) আম

সঠিক উত্তর : কাঁঠাল

৯. বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি?
ক) ৩২৮টি
খ) ৩৩০টি
গ) ৩২৯টি
ঘ) ৩৩১টি

সঠিক উত্তর : ৩৩০টি

১০. ২৭ নভেম্বর ২০২২ NICAR ১১৮তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেওয়া হয়?
ক) শ্যামনগর, সাতক্ষীরা
খ) আশুলিয়া, ঢাকা
গ) ফতুল্লা, নারায়ণগঞ্জ
ঘ) রৌমারী, কুড়িগ্রাম

সঠিক উত্তর : শ্যামনগর, সাতক্ষীরা

১১. কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে কী নামকরণ করা হয়?
ক) ঝাউদিয়া থানা
খ) বঙ্গবন্ধু থানা
গ) শান্তিডাঙ্গা থানা
ঘ) উজানগ্রাম থানা

সঠিক উত্তর : ঝাউদিয়া থানা

আন্তর্জাতিক বিষয়াবলী

১২. ভারতের যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট কে?
ক) মেহরুন ফারুকী
খ) সানিয়া মির্জা
গ) খাদিজা প্যাটেল
ঘ) নুসরাত জাহান

সঠিক উত্তর : সানিয়া মির্জা

১৩. অত্যাধুনিক প্রযুক্তির বোমারু বিমান ‘বি-২১ রাইডার’ কোন দেশের তৈরি ?
ক) ফ্রান্স
খ) রাশিয়া
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন

সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র

১৪. পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক) শিওমারা কাস্ত্রো
খ) নাতাশা পিয়ার্স মুসার
গ) শাকেল্লারোপাউলো
ঘ) দিনা বলুয়ার্তে

সঠিক উত্তর : দিনা বলুয়ার্তে

১৫. জাতিসংঘ ঘোষিত ২০২৩ সাল কোন বর্ষ?
ক) International Year of Millets
খ) International Year of Dialogue as a Guarantee of Peace
গ) International Year of Glaciers’ Preservation
ঘ) ক + খ

সঠিক উত্তর : ক + খ

১৬. জাতিসংঘ ঘোষিত International Year of Rangelands and Pastoralists কোন সাল?
ক) ২০২৪ সাল
খ) ২০২৫ সাল
গ) ২০২৬ সাল
ঘ) ২০২৭ সাল

সঠিক উত্তর : ২০২৬ সাল

১৭. ২০২৩ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?
ক) বেইজিং (চীন)
খ) বৈরুত (লেবানন)
গ) বাগদাদ (ইরাক)
ঘ) আক্রা (ঘানা)

সঠিক উত্তর : আক্রা (ঘানা)

১৮. অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষের ২০২২ সালের বর্ষসেরা শব্দ কোনটি ?
ক) Goblin mode
খ) Metaverse
গ) #IStand With
ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর : Goblin mode

১৯. আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে রোবটযান পাঠায় কোন দেশ ?
ক) সৌদি আরব
খ) কুয়েত
গ) সংযুক্ত আরব আমিরাত
ঘ) বাহরাইন

সঠিক উত্তর : সংযুক্ত আরব আমিরাত

২০. ১১ ডিসেম্বর ২০২২ সংযুক্ত আরব আমিরাত চন্দ্রাভিযানের জন্য কোন রোভারটি পাঠায় ?
ক) Rashid
খ) Hakuto-R
গ) CuberSat
ঘ) Flashlight

সঠিক উত্তর : Rashid

সংস্থা সংগঠন

২১. ১ জানুয়ারি ২০২৩ G-7’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
ক) ইমানুয়েল ম্যাক্রোঁ (ফ্রান্স)
খ) ওলাফ শলজ (জার্মানি)
গ) জো বাইডেন (যুক্তরাষ্ট্র)
ঘ) ফুমিও কিশিদা (জাপান)

সঠিক উত্তর : ফুমিও কিশিদা (জাপান)

২২. আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) বর্তমান সদস্য দেশ কতটি ?
ক) ১৭২টি
খ) ১৭৩টি
গ) ১৭৪টি
ঘ) ১৭৫টি

সঠিক উত্তর : ১৭৫টি

২৩. ২৯ নভেম্বর ২০২২ কোন দেশ IOM’র ১৭৫তম সদস্যপদ লাভ করে?
ক) আর্জেন্টিনা
খ) বেনিন
গ) বার্বাডোস
ঘ) কানাডা

সঠিক উত্তর : বার্বাডোস

রিপোর্ট-সমীক্ষা

২৪. Forbes’র ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে?
ক) উরসুলা ভন ডার লেন
খ) ক্রিস্তিন লাগার্দ
গ) কমলা হ্যারিস
ঘ) মেরি বাররা

সঠিক উত্তর : উরসুলা ভন ডার লেন

২৫. Forbes’র ২০২২ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত?
ক) ২৯তম
খ) ৩৯তম
গ) ৪২তম
ঘ) ৪৩তম

সঠিক উত্তর : ৪২তম

২৬. ২০২২ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে?
ক) গ্রেটা থুনবার্গ (সুইডেন)
খ) ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
গ) ভলোদিমির জেলেনস্কি (ইউক্রেন)
ঘ) ইলন মাস্ক (দক্ষিণ আফ্রিকা)

সঠিক উত্তর : ভলোদিমির জেলেনস্কি (ইউক্রেন)

২৭. EIU’র ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
ক) সিঙ্গাপুর সিটি (সিঙ্গাপুর)
খ) নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
গ) তেল আবিব (ইসরায়েল)
ঘ) ক + খ

সঠিক উত্তর : ক + খ

২৮. EIU’র ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সস্তা শহর কোনটি?
ক) দামেস্ক (সিরিয়া)
খ) ত্রিপলি (লিবিয়া)
গ) তেহরান (ইরান)
ঘ) তিউনিস (তিউনিসিয়া)

সঠিক উত্তর : দামেস্ক (সিরিয়া)

২৯. প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) মেক্সিকো
গ) ভারত
ঘ) ফিলিপাইন

সঠিক উত্তর : ভারত

৩০. প্রবাসী আয়ে বাংলাদেশ বিশ্বে কততম ?
ক) সপ্তম
খ) অষ্টম
গ) দশম
ঘ) একাদশ

সঠিক উত্তর : সপ্তম

৩১. প্রবাসী আয়ে GDP’তে অবদানে শীর্ষ দেশ কোনটি?
ক) লেবানন
খ) নেপাল
গ) গাম্বিয়া
ঘ) টোঙ্গা

সঠিক উত্তর : টোঙ্গা

৩২. GFP’র ২০২২ সালের সামরিক ব্যয় র্যা ঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) রাশিয়া
গ) চীন
ঘ) ভারত

সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র

৩৩. GFP’র ২০২২ সালের সামরিক ব্যয় র্যা ঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) লাওস
খ) লিবিয়া
গ) ভুটান
ঘ) আইসল্যান্ড

সঠিক উত্তর : আইসল্যান্ড

৩৪. GFP’র ২০২২ সালের সামরিক ব্যয় র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৩৫তম
খ) ৪৬তম
গ) ৫০তম
ঘ) ৫২তম

সঠিক উত্তর : ৫০তম

৩৫. ২০২২ সালে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত হন কে?
ক) শেখ হাসিনা
খ) নরেন্দ্র মোদি
গ) বারাক ওবামা
ঘ) সি চিন পিং

সঠিক উত্তর : শেখ হাসিনা

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২২

৩৬. বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) জার্মানি
গ) নেদারল্যান্ডস
ঘ) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর : চীন

৩৭. বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) জার্মানি
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জাপান

সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র

৩৮. তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) ভিয়েতনাম
গ) বাংলাদেশ
ঘ) ভারত

সঠিক উত্তর : চীন

৩৯. একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ

সঠিক উত্তর : ২য়

৪০. একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) জাপান
ঘ) হংকং

সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র

৪১. একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) তুরস্ক
খ) ভারত
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন

সঠিক উত্তর : চীন

৪২. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ভিয়েতনাম
গ) বাংলাদেশ
ঘ) চীন

সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র

৪৩. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম ?
ক) ২য়
খ) ৩য়
গ) ৪র্থ
ঘ) ষষ্ঠ

সঠিক উত্তর : ৪র্থ

সাহিত্য-সংস্কৃতি

৪৪. মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক বই A Story of My Time গ্রন্থের লেখক কে?
ক) রেহমান সোবহান
খ) মনজুরুল হক
গ) তালুকদার মনিরুজ্জামান
ঘ) এমাজউদ্দিন আহমদ

সঠিক উত্তর : মনজুরুল হক

৪৫. ১৬ ডিসেম্বর ২০২২ মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলা’ এর পরিচালক কে?
ক) মোরশেদুল ইসলাম
খ) নাসির উদ্দীন ইউসুফ
গ) তৌকির আহমেদ
ঘ) কাজী হায়াৎ

সঠিক উত্তর : কাজী হায়াৎ

৪৬. অক্টোবর ২০২২ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন ভাষায় প্রকাশিত হয়?
ক) মালয়
খ) বর্মী
গ) ইতালীয়
ঘ) দোজংখা

সঠিক উত্তর : ইতালীয়

৪৭. ইতালীয় ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে?
ক) লি ডং হিউন
খ) ইয়াওয়ার আমান
গ) কাজুহিরো ওয়াতানাবে
ঘ) আন্না কোক্কিয়ারেল্লা

সঠিক উত্তর : আন্না কোক্কিয়ারেল্লা

ক্রীড়াঙ্গন

৪৮. ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ কতটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে?
ক) ২৯টি
খ) ৩০টি
গ) ৩১টি
ঘ) ৩২টি

সঠিক উত্তর : ৩২টি

৪৯. বাংলাদেশ ভারতের সাথে কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি

সঠিক উত্তর : ২টি

৫০. বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কে?
ক) তাসামুল হক
খ) ইফরান হোসেন
গ) আলী আরমান
ঘ) জাকির হাসান

সঠিক উত্তর : জাকির হাসান

Similar Posts