General Knowledge

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে সাম্প্রতিক সাধারণ জ্ঞান

1 min read

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। লেখাটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

স্থলপথ

প্রশ্ন : দেশে একযোগে ১০০টি সড়ক সেতু উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ৭ নভেম্বর ২০২২।

প্রশ্ন : দেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাসের নাম কী?
উত্তর : সুরসপ্তক।

প্রশ্ন : সাধারণত যেসব সেতুর নিচ দিয়ে নৌযান চলাচলের পথ থাকে না সেগুলোকে কী বলা হয়?
উত্তর : কালভার্ট।

প্রশ্ন : ট্রান্সশিপমেন্টের আওতায় ৮ আগস্ট ২০২২ বাংলাদেশের কোন বন্দরে প্রথমবার বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ভারতীয় পণ্য নিয়ে আসে?
উত্তর : মোংলা বন্দরে ।

প্রশ্ন : ২১ জুলাই ২০২২ চট্টগ্রাম বন্দরের কোন টার্মিনালটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়?
উত্তর : পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (PCT)।

প্রশ্ন : ৫৭ বছর পর ১ জুন ২০২২ বাংলাদেশের সাথে ভারতের কোন রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়?
উত্তর : বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথে ।

প্রশ্ন : বাংলাদেশের প্রকৌশলীরা ‘একরিলিম পলিমার’ দিয়ে টেকসই, সাশ্রয়ী ও মজবুত সড়ক নির্মাণের নতুন কৌশলকে কী নামকরণ করার প্রস্তাব দেন?
উত্তর : শেখ হাসিনা রোড টেকনোলজি ।

প্রশ্ন : শেখ হাসিনা রোড টেকনোলজির বিশেষণ কী?
উত্তর : এ পদ্ধতিতে সড়ক নির্মাণে ৬০-৭০% দেশি উপকরণ ব্যবহার করা সম্ভব। এতে ১৫-২০% খরচ কমবে। এ পদ্ধতিতে ইটের ব্যবহার নেই। ফলে পরিবেশ দূষণ রোধ করা যাবে । সংরক্ষিত হবে কৃষি জমি ।

প্রশ্ন : ‘শেখ হাসিনা রোড টেকনোলজি’ কৌশল উদ্ভাবন করে কারা?
উত্তর : বাংলাদেশের একদল প্রকৌশলী এপ্রিল ২০২১ থেকে জানুয়ারি ২০২২ পর্যন্ত গবেষণা করে এ কৌশল উদ্ভাবন করেন।

জলপথ

প্রশ্ন : বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
উত্তর : ৩৭টি।

প্রশ্ন : দেশের ৩৭তম নদীবন্দর কোনটি?
উত্তর : গাজীপুর নদীবন্দর।

প্রশ্ন : ৭ এপ্রিল ২০২২ চট্টগ্রাম বন্দর থেকে চীনে সরাসরি কনটেইনার জাহাজ চলাচলের ঘোষণা দেয় কোন প্রতিষ্ঠান?
উত্তর : সুইস প্রতিষ্ঠান মেডিটারানিয়ান শিপিং কোম্পানি (MSC)।

প্রশ্ন : ৪ সেপ্টেম্বর ২০২২ কোন ধরনের মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হয়?
উত্তর : ইলেকট্রিক মোটরযান ।

প্রশ্ন : চট্টগ্রাম বন্দর থেকে চীনে সরাসরি কনটেইনার জাহাজ সার্ভিসের কী নাম দেওয়া হয়?
উত্তর : বেঙ্গল এক্সপ্রেস ।

প্রশ্ন : কয়টি জাহাজ দিয়ে বেঙ্গল এক্সপ্রেস সার্ভিস পরিচালনা করা হবে?
উত্তর : ৬টি।

প্রশ্ন : বর্তমানে কোন তিনটি কোম্পানি চীন-চট্টগ্রাম রুটে কনটেইনার জাহাজ সার্ভিস চালু রেখেছে?
উত্তর : ড্যানিশ শিপিং কোম্পানি এম সি সি লাইন, হুন্দাই সিনোকর এবং এস আইটিসি-সি এম এ রেলপথ

প্রশ্ন : ২০২৩ সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হবে?
উত্তর : কক্সবাজার ।

প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কী?
উত্তর : মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস ।

প্রশ্ন : রূপসা রেলসেতু কোথায় অবস্থিত?
উত্তর : খুলনা ।

প্রশ্ন : দেশের প্রথম পাতাল রেলপথ কোথায় নির্মাণ করা হবে?
উত্তর: MRT লাইন-১ এর বিমানবন্দর থেকে কমলাপুর ১৯.৮৭২ কিমি ।

প্রশ্ন : লোহা ও কংক্রিটের সমন্বয়ে নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে কোন সেতুর কাঠামোতে রং করার প্রয়োজন হবে না?
উত্তর : বঙ্গবন্ধু রেলওয়ে সেতু।

প্রশ্ন : বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর : যমুনা নদী (সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে যুক্ত করবে)।

আকাশ পথ

প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো রুটের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয় কবে?
উত্তর : ২৭ জুলাই ২০22।

প্রশ্ন : ঢাকা-টরেন্টো ফ্লাইটের সময় কখন?
উত্তর : সপ্তাহে প্রতি বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টা ।

প্রশ্ন : ৩ নভেম্বর ২০২২ কোন বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়?
উত্তর : এয়ার অ্যাস্ট্রা।

প্রশ্ন : দেশে মোট কতটি বেসরকারি এয়ারলাইন্স রয়েছে?
উত্তর : ৩টি (ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা) ।

প্রশ্ন : ১৮ আগস্ট ২০২২ কোন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট চালু হয়?
উত্তর : ঢাকা থেকে চীনের দক্ষিণের বাণিজ্যকেন্দ্র গুয়াংজু রুটে

প্রশ্ন : ১ আগস্ট ২০২২ আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন ধরনের সেবা চালু করে?
উত্তর : ওয়েব চেক-ইন সেবা।

প্রশ্ন : ওয়েব চেক-ইন সেবা কী?
উত্তর : এর মাধ্যমে যাত্রীরা নিজেরাই নিজেদের পছন্দ অনুযায়ী আসন নির্বাচন এবং ডিজিটাল বোর্ডিং পাস বা কার্ড বের করতে পারবে।

প্রশ্ন : অভ্যন্তরীণ রুটেও ওয়েব চেক- ইন সেবা চালু হয় কবে?
উত্তর : ১ জুন ২০২২।

প্রশ্ন : ২০২২ সালে বাংলাদেশের সাথে কোন কোন দেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ওমান ও ব্রাজিল।

প্রশ্ন : ২০২২ সালে ওমান ও ব্রাজিলের সাথে কাদের জন্য বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর হয়?
উত্তর : উভয় দেশে অবস্থিত বাংলাদেশের এবং বাংলাদেশে অবস্থিত উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল, পাসপোর্টধারীদের জন্য ।

5/5 - (12 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x