Current Affairs April 2023 || কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৩
Current Affairs April 2023 || কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারি হবে। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেখানে উত্তর করা তাদের জন্য সহজ হয়। তাই গুরুত্ব সহকারে লেখাটি পড়ুন।
Current Affairs April 2023 || কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৩
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন : রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কী
উত্তর : সোনালী ব্যাংক পিএলসি ।
প্রশ্ন : ২০২৩ সালের বর্ষপণ্য কোনটি?
উত্তর: পাটজাত পণ্য।
প্রশ্ন : ৪ মার্চ ২০২৩ কোন স্থল বন্দরে ই-গেট উদ্বোধন করা হয়?
উত্তর : বেনাপোল, যশোর ।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশিরা নিজ দেশের পাশাপাশি কতটি দেশের নাগরিক হতে পারবেন?
উত্তর : ১০১টি।
প্রশ্ন : দেশে বর্তমানে (১ মার্চ ২০২৩ পর্যন্ত) মোট ভোটার কত?
উত্তর : ১১,৯১,৫১,৪৪০ জন।
প্রশ্ন : ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য কত?
উত্তর : ১৩১.৫৭ কিমি ।
প্রশ্ন : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) উদ্ভাবিত মোট ধানের জাত কতটি?
উত্তর : ১১৩টি ।
প্রশ্ন : ১৮ মার্চ ২০২৩ দেশের ৪৯৪তম ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করা হয় কোথায়?
উত্তর : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ।
প্রশ্ন : ১৮ মার্চ ২০২৩ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA) তৈরি পোশাকে কোন ভাষার বর্ণমালা ব্যবহারের ঘোষণা দেয়?
উত্তর : বাংলা বর্ণমালা ।
প্রশ্ন : ১৮ মার্চ ২০২৩ দেশের কোথায় প্রথম নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়?
উত্তর : গোপালগঞ্জ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তর : শাহেদা মুস্তাফিজ ।
প্রশ্ন : বাংলাদেশ বিশ্বের কতটি দেশে মাছ রপ্তানি করে?
উত্তর : ৫২টি।
প্রশ্ন : ২২ মার্চ ২০২৩ বাংলাদেশ কোন দেশের সাথে ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে?
উত্তর : ভুটান ।
প্রশ্ন : জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসবে কবে?
উত্তর : ৬ এপ্রিল ২০২৩
প্রশ্ন: ২১ মার্চ ২০২৩ দেশের প্রথম বেসরকারি মুক্তা গবেষণাগার উদ্বোধন করা হয় কোথায়?
উত্তর : ঝিনাইদহের কোটচাদপুরে।
প্রশ্ন : BPPA-এর পূর্ণরূপ কী?
উত্তর : Bangladesh Public Procurement Authority.
প্রশ্ন : আর্থিক খাতে PLC’র পূর্ণরূপ কী?
উত্তর : Public Limited Company
প্রশ্ন : BNQF’র পূর্ণরূপ কী ?
উত্তর : Bangladesh National Qualifications Framework.
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন: ২০২৩ সালে জাতিসংঘ পানি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : বিশ্বে প্রথম থ্রি-ডি প্রিন্টেড রকেটের নাম কী?
উত্তর : টেরান-১ ।
প্রশ্ন : বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড রকেট ‘টেরান-১’ কোন দেশের তৈরি?
উত্তর : যুক্তরাষ্ট্র
প্রশ্ন : চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে ইরান-সৌদি আরবের চুক্তি হয় কবে?
উত্তর : ১০ মার্চ ২০২৩।
প্রশ্ন : ১০ মার্চ ২০২৩ যুক্তরাষ্ট্রে অর্থ সংকটে’ বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংক (SVB) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৭ অক্টোবর ১৯৮৩ ।
প্রশ্ন : চীনের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী?
উত্তর : জেনারেল লি শ্যাংফুক ।
প্রশ্ন : তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে ?
উত্তর : ১৪ মে ২০২৩।
প্রশ্ন: প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুটি অস্কার জিতেন কে?
উত্তর : রুথ কার্টার; সেরা কস্টিউম ডিজাইন বিভাগে ৷
প্রশ্ন : ১৩ মার্চ ২০২৩ কামিকাজে ড্রোনবাহী যুদ্ধজাহাজ চালু করে কোন দেশ?
উত্তর : ইরান |
প্রশ্ন : ১৪ মার্চ ২০২৩ রাশিয়ার সুখোই-২৭ যুদ্ধবিমানের তৎপরতায় যুক্তরাষ্ট্রের কোন ড্রোনটি কৃষ্ণসাগরে ভেঙে পড়ে?
উত্তর: এমকিউ-৯ রিপার ।
প্রশ্ন : কম্পিউটিং জগতের নোবেল খ্যাত টিউরিং পুরস্কার ২০২২ লাভ করেন কে?
উত্তর : রবার্ট মেটকাফ; ইথারনেটের উদ্ভাবক ।
প্রশ্ন : ইউক্রেনে শান্তি ফেরাতে ২০২৩ ‘সালের ফেব্রুয়ারিতে কোন দেশ ১২ দফার প্রস্তাব পেশ করে?
উত্তর : চীন ।
ক্রীড়াঙ্গন
প্রশ্ন: ১৩তম বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ৫ অক্টোবর-১৯ নভেম্বর ২০২৩; ভারত ।
প্রশ্ন : বিচ সকার কোপা আমেরিকা-২০২৩- এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : ব্রাজিল (রানার্স আপ আর্জেন্টিনা)।
প্রশ্ন : এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে স্টেজ-১’র রিকার্ভ মিশ্র দলগত বিভাগে কোন কোন বাংলাদেশি সোনা জিতেছে?
উত্তর: দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ ।
প্রশ্ন : কোন বাংলাদেশি ব্যাটসম্যান প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন?
উত্তর : তামিম ইকবাল ।
প্রশ্ন : বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে?
উত্তর : মুশফিকুর রহিম (৬০ বলে ১০০)।
প্রশ্ন : বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে ১৪০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় কার?
উত্তর: তৌহিদ হৃদয় ।
প্রশ্ন : ২০২৩ সালের ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট’-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: বাংলাদেশ ।
প্রশ্ন : মার্চ ২০২৩ পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে?
উত্তর : ৩৩টি ।
সাম্প্রতিক ৫০টি এমসিকিউ সাধারণ জ্ঞান এপ্রিল ২০২৩
বাংলাদেশ বিষয়াবলী
১ . বর্তমান প্রধান তথ্য কমিশনার কে?
ক) মরতুজা আহমদ
খ) ডক্টর আবদুল মালেক
গ) সুরাইয়া বেগম এনডিসি
ঘ) সোহানা নাসরিন
উত্তর : ডক্টর আবদুল মালেক
২. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কী?
ক) বানৌজা বঙ্গবন্ধু
খ) বানৌজা নবযাত্রা
গ) বানৌজা জয়যাত্রা
ঘ) বানৌজা শেখ হাসিনা
উত্তর : বানৌজা শেখ হাসিনা
৩. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
ক) কুয়াকাটা, পটুয়াখালী
খ) হাতিয়া, নোয়াখালী
গ) পেকুয়া, কক্সবাজার
ঘ) পতেঙ্গা, চট্টগ্রাম
উত্তর : পেকুয়া, কক্সবাজার
৪. দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কী?
ক) তর্জনী
খ) রাসেল
গ) মুজিব
ঘ) বঙ্গবন্ধু
উত্তর : তর্জনী
৫. মার্চ ২০২৩ কোন দেশ বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দেয়?
ক) মেক্সিকো
খ) ভিয়েতনাম
গ) আর্জেন্টিনা
ঘ) চিলি
উত্তর : মেক্সিকো
৬. ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করা হয় কবে?
ক) ৮ মার্চ ২০২৩
খ) ১০ মার্চ ২০২৩
গ) ১৫ মার্চ ২০২৩
ঘ) ১৮ মার্চ ২০২৩
উত্তর : ১৮ মার্চ ২০২৩
৭. ১৭ মার্চ ২০২৩ দেশের প্রথম কলেজ হিসেবে মোবাইল অ্যাপ চালু করে কোন প্রতিষ্ঠান?
ক) কবি নজরুল সরকারি কলেজ
খ) ইডেন মহিলা কলেজ
গ) সরকারি রাজেন্দ্র কলেজ
ঘ) সরকারি বি এল কলেজ
উত্তর : সরকারি রাজেন্দ্র কলেজ
৮. বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
ক) ১০৭টি
খ) ১০৮টি
গ) ১০৯টি
ঘ) ১১০টি
উত্তর : ১১০টি
৯. ২৬ ফেব্রুয়ারি ২০২৩ দেশের ১১০তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় কোনটি?
ক) বান্দরবান বিশ্ববিদ্যালয়
খ) ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশাল
গ) বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি, খুলনা
ঘ) ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম
উত্তর : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি, খুলনা
১০. নিম্নের কোন ধানের জাতটি ডায়াবেটিক ধান নামে পরিচিতি পেয়েছে?
ক) ব্রি ধান-১০৬
খ) ব্রি ধান-১০৫
গ) বিআর-১
ঘ) বিআর-২৪
উত্তর : ব্রি ধান-১০৫
১১. ২২ ফেব্রুয়ারি ২০২৩ কৃষি মন্ত্রণালয় কোন পণ্যকে কৃষিপণ্য ঘোষণা করে?
ক) চা
খ) পাট
গ) তুলা
ঘ) তামাক
উত্তর : পাট
১২. ৪ মার্চ ২০২৩ কোন স্থল বন্দরে ই-গেট উদ্বোধন করা হয়?
ক) বেনাপোল
খ) হিলি
গ) বাংলাবান্ধা
ঘ) তামাবিল
উত্তর : বেনাপোল
আন্তর্জাতিক বিষয়াবলী
১৩. ১৭ মার্চ ২০২৩ আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে?
ক) ভ্লাদিমির পুতিন
খ) কিম জং-উন
গ) সি চিন পিং
ঘ) মিন অং হ্লাইং
উত্তর : ভ্লাদিমির পুতিন
১৪. ‘তুরস্কের গান্ধী’ নামে খ্যাত কে?
ক) বিনালি ইলদিরিম রিসেপ
খ) তাইয়েপ এরদোগান
গ) কামাল কিলিকদারোগ্লু
ঘ) নাজিমুদ্দিন এরবাকান
উত্তর : কামাল কিলিকদারোগ্লু
১৫. ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপনে মধ্যস্থতা করে কোন দেশ?
ক) রাশিয়া
খ) কাতার
গ) চীন
ঘ) পাকিস্তান
উত্তর : চীন
১৬. বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) নতুন নির্বাহী পরিচালক কে?
ক) ব্রুনসন ম্যাককিনলে
খ) সিন্ডি ম্যাককেইন
গ) অ্যালান মরিসন
ঘ) সুভাষ চন্দ্র নেমবাং
উত্তর : সিন্ডি ম্যাককেইন
১৭. নেপালের বর্তমান প্রেসিডেন্ট কে?
ক) বিদ্যা দেবী ভান্ডারী
খ) রামচন্দ্র পাওদেল
গ) রাম বরণ যাদব
ঘ) ডেভিড এম. বিসলে
উত্তর : রামচন্দ্র পাওদেল
১৮. নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট কে?
ক) এনদুকা অর্জিনমো
খ) পিটার ওবি
গ) মাহমুদ ইয়াকুবু
ঘ) বুলা তিনুবু
উত্তর : বুলা তিনুবু
১৯. চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে?
ক) অরবিন্দ কৃষ্ণ
খ) স্যাম অল্টম্যান
গ) ল্যারি পেজ
ঘ) সুন্দর পিচাই
উত্তর : স্যাম অল্টম্যান
২০. ভাড়াটে সেনাদল Wagner Group কোন দেশ ভিত্তিক?
ক) যুক্তরাষ্ট্র
খ) ইউক্রেন
গ) বেলারুশ
ঘ) রাশিয়া
উত্তর : রাশিয়া
রিপোর্ট সমীক্ষা
২১. ২০২৩ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) আফগানিস্তান
খ) সোমালিয়া
গ) ইরাক
ঘ) সিরিয়া
উত্তর : আফগানিস্তান
২২. ২০২৩ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৪০তম
খ) ৪৯তম
গ) ৪৩তম
ঘ) ৫৩তম
উত্তর : ৪৩তম
২৩. ২০২৩ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি?
ক) ফিনল্যান্ড
খ) আইসল্যান্ড
গ) জিম্বাবুয়ে
ঘ) লেবানন
উত্তর : ফিনল্যান্ড
২৪. ২০২৩ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) ডেনমার্ক
খ) ইসরায়েল
গ) সিয়েরা লিওন
ঘ) আফগানিস্তান
উত্তর : আফগানিস্তান
২৫. ২০২৩ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ৯৪তম
খ) ১১৬তম
গ) ১১১তম
ঘ) ১১৮তম
উত্তর : ১১৮তম
২৬. বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স
গ) রাশিয়া
ঘ) চীন
উত্তর : যুক্তরাষ্ট্র
২৭. বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) ভারত
খ) কাতার
গ) সৌদি আরব
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর : ভারত
২৮. বৈশ্বিক অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ২০তম
খ) ২৫তম
গ) ২৭তম
ঘ) ৩১তম
উত্তর : ২৫তম
২৯. বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি?
ক) পাকিস্তান
খ) ভারত
গ) শাদ
ঘ) বাংলাদেশ
উত্তর : শাদ
৩০. বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) পঞ্চম
উত্তর : পঞ্চম
৩১. বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি?
ক) এনজামেনা, শাদ
খ) বাগদাদ, ইরাক
গ) ঢাকা, বাংলাদেশ
ঘ) নয়াদিল্লি, ভারত
উত্তর : এনজামেনা, শাদ
৩২. বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম?
ক) প্ৰথম
খ) তৃতীয়
গ) পঞ্চম
ঘ) সপ্তম
উত্তর : পঞ্চম
৩৩. পাট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক) পাকিস্তান
খ) ভারত
গ) চীন
ঘ) বাংলাদেশ
উত্তর : বাংলাদেশ
সংস্থার সদস্য
৩৪. বিশ্ব শুল্ক সংস্থার (WCO) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ১৮২টি
খ) ১৮৩টি
গ) ১৮৪টি
ঘ) ১৮৫টি
উত্তর : ১৮৫টি
৩৫. ২৬ জানুয়ারি ২০২৩ কোন দেশ WCO’র ১৮৫ তম সদস্যপদ লাভ করে?
ক) সান ম্যারিনো
খ) সলোমন দ্বীপপুঞ্জ
গ) কিরগিজস্তান
ঘ) ডোমিনিকা
উত্তর : সলোমন দ্বীপপুঞ্জ
৩৬. ২৪ ফেব্রুয়ারি ২০২৩ কোন দেশ পুনরায় প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামে (PIF) যোগ দেয়?
ক) কিরিবাতি
খ) সলোমন দ্বীপপুঞ্জ
গ) ভানুয়াতু
ঘ) পালাউ
উত্তর : কিরিবাতি
৩৭. বর্তমানে প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামের সদস্য দেশ কতটি?
ক) ১৫টি
খ) ১৮টি
গ) ১৭টি
ঘ) ২৩টি
উত্তর : ১৮টি
৩৮. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ১৭৪টি
খ) ১৭৬টি
গ) ১৭৮টি
ঘ) ১৮০টি
উত্তর : ১৭৬টি
৩৯. ৩ জানুয়ারি ২০২৩ কোন দেশ IAEA ‘র ১৭৬তম সদস্যপদ লাভ করে?
ক) গাম্বিয়া
খ) সামোয়া
গ) টোঙ্গা
ঘ) সেন্ট লুসিয়া
উত্তর : গাম্বিয়া
৪০. সম্প্রতি জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
ক) ১৯-২১ মার্চ ২০২৩
খ) ২৫-২৭ মার্চ ২০২৩
গ) ২২-২৪ মার্চ ২০২৩
ঘ) ২৮-৩০ মার্চ ২০২৩
উত্তর : ২২-২৪ মার্চ ২০২৩
ক্রীড়াঙ্গন
৪১. ১৪তম সাফ ফুটবল কবে অনুষ্ঠিত হবে?
ক) ২১ জুন-৩ জুলাই ২০২৩
খ) ২১ জুলাই-৩ আগস্ট ২০২৩
গ) ২১ আগস্ট-৩ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ২১ সেপ্টেম্বর-৩ অক্টোবর ২০২৩
উত্তর : ২১ জুন-৩ জুলাই ২০২৩
৪২. ১৪তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক) বেঙ্গালুরু, ভারত
খ) কলম্বো, শ্রীলংকা
গ) মালে, মালদ্বীপ
ঘ) ঢাকা, বাংলাদেশ
উত্তর : বেঙ্গালুরু, ভারত
৪৩. টি-২০’তে বাংলাদেশের ৫০তম জয় কোন দেশের বিপক্ষে?
ক) আয়ারল্যান্ড
খ) নেদারল্যান্ডস
গ) ইংল্যান্ড
ঘ) জিম্বাবুয়ে
উত্তর : ইংল্যান্ড
৪৪. ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ?
ক) অস্ট্রেলিয়া
খ) ভারত
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) ইংল্যান্ড
উত্তর : অস্ট্রেলিয়া
৪৫. ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর কত?
ক) ৩৩৩ রান
খ) ৩৩৮ রান
গ) ৩৪২ রান
ঘ) ৩৪৯ রান
উত্তর : ৩৪৯ রান
৪৬. ২০২২ সালের বর্ষসেরা পুরুষ ফুটবলার কে?
ক) করিম বেনজেমা
খ) ক্রিস্টিয়ানো রোনালদো
গ) কিলিয়ান এমবাপ্পে
ঘ) লিওনেল মেসি
উত্তর : লিওনেল মেসি
বিবিধ
৪৭. ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে—
ক) ৯ ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
খ) ৯ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান
গ) ১০ ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
ঘ) ১১ ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
উত্তর : ৯ ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
৪৮. ২০২৩ সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি?
ক) The Banshees of Inisherin
খ) Everything Everywhere All at Once
গ) All Quiet on the Western Front
ঘ) Avatar : The Way of Water
উত্তর : Everything Everywhere All at Once
৪৯. বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্ৰ করে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
ক) মাইক
খ) তর্জনী
গ) রেডিও
ঘ) ওপরের সবগুলো
উত্তর : ওপরের সবগুলো
50. The Light We Carry গ্রন্থের লেখক কে?
ক) মিশেল ওবামা
খ) হিলারি ক্লিনটন
গ) বারাক ওবামা
ঘ) ভ্লাদিমির পুতিন
উত্তর : মিশেল ওবামা