Modal Ad Example
অন্যান্য

কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

1 min read

কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : Data-এর সংঘর্ষ কমায়
উত্তর : Router

প্রশ্ন : Star Topology-তে কেন্দ্ৰীয় কানেক্টিং ডিভাইস হলো
উত্তর : Hub

প্রশ্ন : Application layer, Transport layer, Network Access layer প্রভৃতি
উত্তর : TCP Protocol Suit

প্রশ্ন : Domain Name Registration সেবা দেয়
উত্তর : ISP (Internet Service Provider

প্রশ্ন : Website-এর বিভিন্ন Link, Content, Service থাকে
উত্তর : Web Portal -এ

প্রশ্ন : ডেটাকে Encode করার প্রক্রিয়া
উত্তর : Data encryption

প্রশ্ন : Co-axial cable, Microwave Communication-এ ব্যবহৃত হয়
উত্তর : Broad band

প্রশ্ন : Fiber optical cable-এ ঘটে
উত্তর : আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।

প্রশ্ন : Wi Man-এর স্ট্যান্ডার্ড হলো
উত্তর : IEEE 802.16

প্রশ্ন : B2B (Business to Business) -এর উদাহরণ
উত্তর : Alibaba, Amazon

প্রশ্ন : Daraz Group-এর মালিকানা
উত্তর : চীনা কোম্পানি আলিবাবা।

প্রশ্ন : OMR
উত্তর : পেনসিলের সিসার উপাদান গ্রাফাইটের বিদ্যুৎ পরিবহন বিচার করে।

প্রশ্ন : VGA, SVGA, XGA প্রভৃতি
উত্তর : Video Controller-এর উদাহরণ।

প্রশ্ন : বৈদ্যুতিক তরঙ্গকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করে
উত্তর : Head phone

প্রশ্ন : Read ও Write উভয়ই করা যায়
উত্তর : RAM-এ

প্রশ্ন : Keyboard, Mouse, Printer, Scanner প্রভৃতি
উত্তর : USB-এর ভিত্তিতে তৈরি করা হয়।

প্রশ্ন : Core i3, i5, i7 প্রভৃতি Microprocessor এ
উত্তর : 64 Bit ব্যবহৃত হয়।

প্রশ্ন : Touch Screen Phone-এর আবিষ্কারক
উত্তর : Steve Jobs.

প্রশ্ন : অনির্দিষ্ট ব্যবহারকারী হতে Cyber আক্রমণ ঠেকাতে ব্যবহৃত হয়
উত্তর : Firewall

প্রশ্ন : কম্পিউটার স্মৃতির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক
উত্তর : Bit

প্রশ্ন : Very Large Scale Integration (VLSI)
উত্তর : চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য

প্রশ্ন : ENIAC- Electronic Numerical Integrator and Computer
উত্তর : প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার

প্রশ্ন : CPU ও প্রধান Memory-এর মধ্যবর্তী স্থানে অবস্থান করে
উত্তর : Cache Memory

প্রশ্ন : Computer System চালু হওয়ার পর সিস্টেমের সঙ্গে যুক্ত ডিভাইস চেক করার প্রক্রিয়া
উত্তর : POST ( Power On Self Test)

প্রশ্ন : মাদারবোর্ড ও CPU-এর সঙ্গে যুক্ত থাকে
উত্তর : System Bus

প্রশ্ন : Source Program – কে Object Program -এ রূপান্তর করে
উত্তর : Compiler

প্রশ্ন : ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধন করে
উত্তর : Application Software

প্রশ্ন : Linux, Android, DOS, MAC প্রভৃতি
উত্তর : Operating System

প্রশ্ন : কম্পিউটারে Power Button চাপ দেওয়ার পর Operating System লোড হয়
উত্তর : RAM-এ

প্রশ্ন : CADD – Computer Aided Drug Design ব্যবহৃত হয়
উত্তর : ওষুধ Design-এ

প্রশ্ন : Flowchart এর চিত্র ও চিহ্নের মাধ্যমে উপস্থাপিত হয়
উত্তর : প্রোগ্রামের কার্যাবলি

প্রশ্ন : পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয়
উত্তর : রেকর্ড।

প্রশ্ন : Tent, Image, Audio, Video, Animation প্রভৃতি
উত্তর : Multimedia System-এর উপাদান

প্রশ্ন : শহরের ‘Cable Network’
উত্তর : MAN (Metropolitan Area Network)-এর উদাহরণ

5/5 - (12 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x