সুশ্রাব্য শব্দ কাকে বলে?
সুশ্রাব্য শব্দ কাকে বলে?
যে সমস্ত শব্দ আমাদের শুনতে ভালো লাগে তাদেরকে আমরা সুশ্রাব্য শব্দ বলি। সুশ্রাব্য শব্দের প্রধান ৩ টি বৈশিষ্ট্য হচ্ছে-
ক) শব্দোচ্চতা ও তীব্রতা,
খ) তীক্ষ্মতা বা কম্পাঙ্ক এবং
গ) গুণ বা জাতি।
যে সমস্ত শব্দ আমাদের শুনতে ভালো লাগে তাদেরকে আমরা সুশ্রাব্য শব্দ বলি। সুশ্রাব্য শব্দের প্রধান ৩ টি বৈশিষ্ট্য হচ্ছে-
ক) শব্দোচ্চতা ও তীব্রতা,
খ) তীক্ষ্মতা বা কম্পাঙ্ক এবং
গ) গুণ বা জাতি।
হাঁটার সময় আমরা মাটির ভিতর ঢুকে যাই না কেন? মাটির প্রতিক্রিয়া বলের কারণে আমরা হাঁটার সময় মাটির ভিতর ঢুকে যাই না। আমরা যখন মাটির উপর দিয়ে হাঁটি তখন পেছনের পা দ্বারা মাটির উপর পেছনের দিকে তির্যকভাবে একটা বল প্রয়োগ করি। এ বল হলো ক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই বলের বিপরীতে একটি প্রতিক্রিয়া বল…
বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয় কেন? সৌর শক্তির একটি ক্ষুদ্র অংশ যা সবুজ গাছপালা দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বায়োমাসরূপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে। বায়োমাস বলতে সেই সব জৈব পদার্থকে বুঝায় যাদেরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। মানুষসহ অনেক প্রাণি খাদ্য হিসেবে বায়োমাস গ্রহণ করে তাকে শক্তিতে রূপান্তরিত করে জীবনের…
লেন্স কি? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
তাপীয় দক্ষতা কাকে বলে? কোনো তাপ ইঞ্জিন গৃহীত তাপের শতকরা কত অংশকে কার্যকর শক্তিতে রূপান্তরিত করতে পারে, তাকে ঐ ইঞ্জিনের তাপীয় দক্ষতা বলে। একে η দ্বারা সূচিত করা হয়। কোনো তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে Q1 তাপ গ্রহণ করে যদি W পরিমাণ তাপ কার্যকর শক্তিতে রূপান্তরিত করতে পারে তবে এর তাপীয় দক্ষতা, η = (W∕Q1)×100%।
বস্তু বা সিস্টেমের মধ্যস্থ অণু বা পরমাণুসমূহের গতিশক্তি এবং তাদের মধ্যে ক্রিয়াশীল আন্তঃআণবিক বলের জন্য উদ্ভূত শক্তি যা প্রত্যেক বস্তু বা সিস্টেমের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এবং প্রয়োজনমত অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে তাকে অভ্যন্তরীণ শক্তি বলে। অভ্যন্তরীণ শক্তি কাকে বলে? প্রত্যেক বস্তুর মধ্যে একটি অন্তর্নিহিত শক্তি রয়েছে, যা কার্য সম্পাদন করতে পারে এবং যা…
তড়িৎ প্রবাহ কাকে বলে? কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে।