বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। এই জন্য ইংরেজি আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এক গবেষণায় দেখা যায় বর্তমান ইন্টারনেট তথ্যের শতকরা ৬০ ভাগ ইংরেজি ভাষায় লিখিত। সুতারাং বুঝতেই পেরেছেন ইংরেজি ভাষা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা নয় সেহেতু এটি আয়ত্ব করতে আমাদের একটু বেশি পরিশ্রম করতে হয়।
তবে ইংরেজি যতটা কঠিন ভাবা হয় আসলে ততটা কঠিন না। নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিদিন অনুশীলন করলে ইংরেজি আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। বর্তমান উচ্চ শিক্ষার একমাত্র মাধ্যম হচ্ছে ইংরেজি। চাকরীর বাজারে ইংরেজির কদরটা একটু বেশি থাকে।
যারা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে, তারাই অধিকাংশ ভালো বেতনের চাকরি পেয়ে থাকে। এছাড়া আপনি যদি বিদেশে পড়তে চান, আপনাকে অবশ্যই ইংরেজিতে বলতে, লিখতে, এবং বুঝতে পারার দক্ষতা অর্জন করতে হবে।
আজকে আমরা ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার কয়েকটি গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে আলোচনা করব।
ইংরেজিতে দক্ষতা অর্জনের কৌশল
ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করা (Enrich English Vocabularies)
ইংরেজি শব্দভাণ্ডার বিশাল সাগরের মত। এতে বিচলিত হওয়ার কোন কারণ নেই। কারণ আপনি একদিনে সবকিছু আয়ত্ব করতে পারবেন না। এর জন্য দরকার সঠিক গাইড লাইন। ইংরেজি ভাষায় কথা বলার ভালো দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই শব্দভাণ্ডার বৃদ্ধি করা ছাড়া উপায় নেই। ইংরেজি ডিকশনারি পড়ে শব্দভাণ্ডার মনে রাখা অনেকটাই কঠিন এবং সময় সাপেক্ষ।
ইংরেজি শব্দভাণ্ডার বৃদ্ধি করতে নিচের কৌশলসমূহ অনুসরণ করতে পারেন।
- প্রতিদিন সর্বনিম্ম ১৫ টি ইংরেজি একটি ডায়রিতে লিখে রাখুন এবং মুখস্ত করুন। পরেরদিন নতুন শব্দ লিখার পূর্বে আগের দিনের ১৫টি শব্দ পুনরাবৃত্তি করুন।
- ইংরেজি পত্রিকা পড়ার সময় যেসব শব্দ অপরিচিত সেগুলো নোট করে পড়ুন।
- ইংরেজি প্রতিটি শব্দের সমার্থক এবং বিপরীতার্থক শব্দ নিয়মিত চর্চা করুন।
- নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করার অনুশীলন করুন।
- নোটকৃত শব্দগুলো প্রতিদিন বাহিরে কোথাও গেলে সাথে রাখুন। সময় পেলে খুলে পড়ুন।
ইংরেজি গ্রামারের মৌলিক নিয়ম জানা (Learning Basic English Grammer)
ইংরেজি ভাষায় ভালো দক্ষতা লাভ করতে হলে অবশ্যই শব্দভান্ডার বৃদ্ধির সাথে সাথে ইংরেজি গ্রামারের মৌলিক নিয়ম-কানুন জানা আবশ্যক। তবে গ্রামার দিয়ে ইংরেজি বলা কোন বাধ্যবাধকতা নেই। ইংরেজি গ্রামার ছাড়াও ইংরেজিতে কথা বলা যায়। তবে ইংরেজিতে একজন ভালো ছাত্র হতে হলে আপনাকে ইংরেজি গ্রামার শিখার বিকল্প নেই।
যখন গ্রামার ভালোভাবে বুঝে নিবেন, তখন ইংরেজিতে কথা বলতে এবং বুঝতে অনেকটাই সহজ হয়ে যায়। আনুষ্ঠানিক কোন সভা বা মিটিংয়ে ইংরেজির ব্যাসিক গ্রামার না জানলে সেখানে বিব্রতকর পরিস্থিতির সম্মুখ হতে হবে।
ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শেখা (Learning Correct English Pronunciation)
ইংরেজি যেহেতু আমাদের প্রধান ভাষা না, সেক্ষেত্রে ইংরেজির সঠিক উচ্চারণ অনেকটা অজানাই থেকে যায়। যদিও উচ্চারণ স্থান, কাল, এবং অঞ্চলভেদে ভিন্নতা পরিলক্ষিত হয়। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি ভাষার উচ্চারণ যেটা দেওয়া থাকে সেটি আসলে আদর্শ উচ্চারণ না। প্রতিটি ভাষার একটি নিজস্ব আদর্শ উচ্চারণবিধি রয়েছে। ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শিখতে বাংলা একাডেমির English to Bengali Dictionary বইটি পড়তে পারেন। এতে প্রতিটি ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ দেয়া আছে।
ইংরেজিতে অনর্গল কথা বলতে বা ভালো দক্ষতা অর্জন করতে হলে, আপনাকে শব্দের মৌলিক উচ্চারণ জানতে হবে। সঠিক উচ্চারণে ব্যবহার করলে ইংরেজি শুনতে শ্রুতিমধুর লাগবে। সেইসাথে আপনার ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে।
ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস গড়ুন (Habit of Reading English Newspaper)
ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য আপনাকে প্রতিদিন একটি হলেও ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পত্রিকা পড়ার মাধ্যমে অনেক নতুন নতুন শব্দের সাথে পরিচিত হবেন। যেটা আপনার ইংরেজি বুঝার ক্ষেত্রে অনেকটাই সহজ করে দিবে। প্রথম প্রথম পত্রিকার খবরের সারমর্ম বুঝতে সমস্যা হলেও পড়তে পড়তে কমে যাবে। একসময় বাংলা পত্রিকার মতন ইংরেজি পত্রিকাও সাবলীলভাবে পড়ে বুঝতে পারবেন। বর্তমান ইন্টারনেটের যুগে পত্রিকা পড়া অনেক সহজ হয়ে গেছে।
ইংরেজি সাবটাইটেল যুক্ত মুভি দেখা (Watch English movie with subtittle)
মুভি দেখে ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন একটা কার্যকরী মাধ্যম। প্রথম দিকে বুঝতে একটু কঠিন মনে হলেও ধীরে ধীরে বুঝতে সহজ হয়ে যায়। এর মাধ্যমে ইংরেজি বাক্যের সর্টকাট ব্যবহার করার কৌশল শিখতে পারবেন। অনেক বাংলা মুভিতেও ইংরেজি সাবটাইটেল দেওয়া থাকে। স্থান, কাল, এবং অবস্থাভেদে কখন কোন অভিব্যক্তি প্রকাশ করতে হয় তা মূলত মুভি দেখে অতি অল্প সময়ে আয়ত্ত্ব করা যায়। আমি নিজেও প্রায় সময় ইংরেজি সাবটাইটেল যুক্ত ছবি দেখি।
অধিকারহারে ইংরেজি বলার অভ্যাস (The habit of speaking more English)
দৈনন্দিন সকল কাজে ইংরেজি বলার অভ্যাস গড়ে তুলতে হবে। এটার জন্য সবচেয়ে কার্যকরী পন্থা হচ্ছে পারস্পরিক স্বাভাবিক কথাবার্তা বা মত বিনিময় ইংরেজিতে প্রকাশ করা। দু’জন মিলে বা গ্রুপ করে ইংরেজিতে নিজেদের ভাব প্রকাশ করলে একসময় ইংরেজি ভীতি দূর হয়ে যাবে। তাই সবসময় যেকোন স্থানে বা যেকোন অবস্থায় ইংরেজি বলার অভ্যাস করতে হবে।
ইংরেজি অনুষ্ঠান দেখা (Watch English programms on TV)
ইংরেজিতে কথা বলতে গেলে আগে অন্যের কথা বা প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন না বুঝলে আপনি কি উত্তর দিবেন?। তাই অন্যের বলার ভাষা সহজে বুঝতে হলে যেকোন ইংরেজি অনুষ্ঠান দেখার বিকল্প নেই। টিভিতে ইংরেজি সংবাদ বা কোন বিদেশি টিভির আলোচনা শুনতে পারেন এক্ষেত্রে। বিদেশি টিভির মধ্যে আল জাজিরা, বিবিসি অথবা সিএনএন এর সংবাদ শুনলে ইংরেজি শুনে বুঝতে সহায়ক হবে। নিয়মিত ইংরেজি সংবাদ এবং আলোচনা শুনলে আপনার ইংরেজির লিসেনিং দক্ষতা অর্জন হবে।
সার্বিক ভাবনায় ইংরেজিকরণ (Think everything in English)
হাঁটার সময় আপনার সামনে এমন কিছু চোখে পড়ছে যেটার ইংরেজি কি হবে তা জানেন না। তখন সেটির ইংরেজি কি হবে তা মনে মনে চিন্তা করুন। যদি মনে না আসে অথবা জানেন না, তাহলে সেটা নোট করে রাখুন। সারাদিন আপনার আশেপাশে অনেক জিনিসই চোখে পড়বে, সেগুলোর ইংরেজি কি হবে জানতে প্রয়োজনে মোবাইলে ডিকশনারি দেখুন।
এতে আপনার চারপাশের সবকিছুর ইংরেজি নাম জানতে পারবেন এবং বলতে পারবেন। যখন একাকি থাকবেন, তখন মনে মনে ইংরেজি বাক্য তৈরি করবেন। আপনার ভাবনার জগত হবে ইংরেজিময়।
উপরের বর্ণিত কৌশলগুলোর সঠিক প্রয়োগের মাধ্যমে আপনি খুব অল্প দিনেই ইংরেজি ভাষা শিখতে পারেবেন।