NSI এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান – ২০২১

NSI এনএসআই নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2021.

১. গণচীনের প্রতিষ্ঠাতা কে?

ব্যাখ্যাঃ গণচীনের প্রতিষ্ঠাতা – মাও সে তুং।

২. মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত?

ব্যাখ্যঃ ভারত মহাসাগরে।

৩. CIA এর পূর্ণরূপ কী?

ব্যাখ্যাঃ CIA এর পূর্ণরূপ – Central Intelligence Agency। এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। গঠিত হয়- ১৯৪৭ সালে।

৪. ৬-দফা কে উত্থাপন করেন?

ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারিতে লাহোরে ৬-দফা উত্থাপন করেন।

৫. অসমাপ্ত আত্মজীবনী’র লেখকের নাম কী?

ব্যাখ্যাঃ বঙ্গবন্ধুর প্রথম আত্মজীবনী – অসমাপ্ত আত্মজীবনী। গ্রন্থটি ২০১২ সালে জুন মাসে প্রকাশিত হয়। তাঁর অন্য দুটো গ্রন্থ হলো – কারাগারে রোজনামচা(২০১৭) ও আমার দেখা নয়াচীন (২০২০)।

৬. বাংলাদেশে সর্বশেষ কোন দল টি-২০ ম্যাচ খেলতে আসে?

– নিউজিল্যান্ড।

৭. সর্বশেষ বিভাগ কোনটি?

ব্যাখ্যাঃ দেশের সর্বশেষ অর্থাৎ ৮ম বিভাগ – ময়মনসিংহ।

৮. RAM এর পূর্ণরূপ –

Random Access Memory.

৯. স্ফুলিং – চলচ্চিত্রের পরিচালক কে? –

তৌকির আহমেদ।

১০. বাংলাদেশের সবচেয়ে প্রচীন জনপদ –

মহাস্থানগড়।

১১. Facebook এর Inventor কে? –

Mark Zuckerberg.

১২. আফগান সরকারের প্রধান হচ্ছে –

মোল্লা ওমর।১৩. BRICS এর সদর দপ্তর – সাংহাই।

১৪. আধুনিক কম্পিউটারের জনক –

চার্লস ব্যাবেজ।

১৫. CPU এর পূর্ণরূপ –

Central Processing Unit.

১৬. শহিদ বুদ্ধিজীবী দিবস –

১৪ ডিসেম্বর।

১৭. আকবর নামা গ্রন্থের লেখক –

আবুল ফজল।

১৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় –

ভূটান।

১৯. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি –

কাজী সালাউদ্দিন।

২০. নিম্মের কোনটির Memory Capacity সর্বোচ্চ? –

Terabytes

বাংলা অংশের সমাধানঃ

১. ‘হাসনাহেনা’ কোন ভাষা থেকে এসেছে? –

জাপানি।

২. কোনটি দেশি শব্দ? –

ঝোল।

৩. ইমদাদুল হক মিলনের উপন্যাস কোনটি? –

সারাবেলা।

৪. গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ –

গৈ + অক।

৫. সন্ধান শব্দের সন্ধি বিচ্ছেদ –

সম্+ধান।

৬. বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ –

বিদ্যা + আলয়।

৭. সৎপাত্রে কন্যা দান করিও –

এখানে সৎপাত্রে সম্প্রদান কারক।

৮. বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন –

এখানে আমাকে কর্ম কারক।

৯. হিমু নাটকের রচয়িতা –

হুমায়ুন আহমেদ।

১০. কবর কবিতার রচয়িতা –

জসীমউদ্দিন।

১১. নোবেল পুরস্কার জয়ী বাঙালি কবি –

রবীন্দ্রনাথ ঠাকুর।

১২. প্রত্যেক শব্দের সন্ধি বিচ্ছেদ –

প্রতি + এক।

১৩. অন্ন শব্দের সমার্থক শব্দ নয় –

দ্যুতি।

১৪. ইচ্ছা শব্দের সমার্থক শব্দ নয় –

বিভু।

১৫. অম্ল শব্দের বিপরীত শব্দ –

মিষ্টি।

১৬. নির্মল শব্দের বিপরীত শব্দ –

পঙ্কিল।

১৭. অথই জল – বাগধারার অর্থ –

ভীষণ বিপদ।

১৮. ‘চালাক-চতুর ‘ যে ধরনের সমাস –

কর্মধারয় সমাস।

১৯. সুগন্ধি যে ধরনের সমাস –

বহুব্রীহি সমাস।

২০. পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ –

পরি + ঈক্ষা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *