Modal Ad Example
পড়াশোনা

Present Indefinite Tense কি ও এর বিস্তারিত ব্যবহার

2 min read

বর্তমানে কোন কাজ করা বোঝালে Present Indefinite Tense হয়।

Example:

  • তারা ফুটবল খেলে– They play football.
  • আমি ভাত খাই– I eat rice.

Present Indefinite Tense চেনার উপায়

বাংলা ক্রিয়ার শেষে এ, ই, য়, ও, ন, র ইত্যদির যে কোন একটি থাকলে Verb-এর Present indefinite tense হয়

Present Indefinite Tense গঠন করার নিয়ম

Present indefinite tense এ Subject এর পরে মূল Verb বসে । Subject যদি 3rd person ও singular number  তবে Verb  এর শেষে s/es  যুক্ত হয় । Verb  এর শেষে Vowel( a, e, i, o,u) থাকলে ‘ es’ এবং Consonent থাকলে  ‘ s ‘যুক্ত হয় ।

Structure : Subject + V1 (s/es )+ Object

Present Indefinite Tense ব্যবহার

সচরাচর যে কাজ সংঘটিত হয় তা Present indefinite tense হয় । 

যেমন-

  • আমি ভাত খাই– I eat rice.
  • তারা ফুটবল খেলে– They play football.
  • সে ভাত খায়– He eats rice.

অভ্যাসগত কর্ম ( Habitual action )বুঝাতে Present indefinite  tense হয় । 

যেমন–

  • জনি দৈনিক আট ঘন্টা পড়াশোনা করে– Jony reads eight hours a day.
  • তিনি তাদেরকে ইংরেজি শিক্ষা দেন– He teaches them English.
  • সে প্রত্যুষে শয্যা ত্যাগ করে—He gets up early in the morning.

চিরন্তন সত্য ( Universal or General Truth ) বুঝাতে Present indefinite tense হয় । 

যেমন-

  • সূর্য পূর্ব দিকে উদয় হয়– The sun rises in the east.
  • চাঁদ রাতে কিরণ দেয়— The moon shines at night.
  • সততাই সর্বোৎকৃষ্ট পন্থা– Honesty is the best policy.

নিকটবর্তী বা অদূর ভবিষ্যতে কাজ সংঘটিত হবে এরূপ বোঝালে Verb এর Present indefinite tense হয় । 

যেমন-

  • আজ রাতে আমি চলে যাব– I leave tonight.
  • কাল কলেজ বন্ধ হবে– The college closses tomorrow.

কোন বক্তা,  লেখক,  কবির  “লেখা বা উদ্ধৃতি”( “Quotation” ) বোঝাতে বুঝাতে Present indefinite  tense ব্যবহৃত হয় ।

ঐতিহাসিক কোন ঘটনা বর্ণনায় বা অতীত ঘটনাকে প্রাণবন্ত করে তুলতে  Present indefinite  tense ব্যবহৃত হয়। 

যেমন–

  • আলেকজান্ডার ভারত জয় করেন—-Alexander conquers(= conquered ) India.
  • অশোক ভারতের সিংহাসনে আরোহন করেন—Ashok ascends (=ascended ) the thorne of India.

ভবিষ্যতে কোনো কাজ বোঝাতে যার fixed timetable বা সময়সূচী ( Programme ) নির্দিষ্ট রয়েছে এরূপ বুঝাতে এ Tense হয় ।

যেমন–

  • তিনি আগামী মাসে অবসরে যাবেন— He retires next month.
  • আগামী মাসে রমজান শুরু হবে—Ramadan begins in the next month.
  • কখন আবার কলেজ খুলবে—–When does the college re-open?

সংবাদপত্রের শিরোনাম ( News Headlines ) বোঝাতে Present indefinite  tense ব্যবহৃত হয়  । 

যেমন–

  • মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের অস্ত্রচুক্তি বাতিল করেছে—- The USA bans Pakistan arms treaty.

ভৌগলিক অবস্থান বা ভৌগোলিক বিবৃতি বুঝাতে Present indefinite  tense ব্যবহৃত হয়  । 

যেমন–

  • নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত– Narayangonj stands on the sitalakkha.
  • বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত— Barisal stands on the Kirtonkhola.

বৈজ্ঞানিক সত্য ( Scientific Truth ) বুঝাতে Present indefinite  tense ব্যবহৃত হয়  । 

যেমন–

  • বরফ পানিতে ভাসে— Ice floats on water.
  • দুয়ে দুয়ে চার হয়—Two and two makes four.

এইমাত্র কাজটি হলো এরূপ বুঝাতে Present Perfect Tense এর পরিবর্তে Present Simple ব্যবহৃত হয়  । 

যেমন–

  • আমি শুনেছি,  সে ভালো আছে– I hear(=have heard) , he is well.
  • আমাকে বলা হয়েছে যে নিপা আসছে— I am told ( =have been told ) that Nipa comes.

প্রবাদ প্রবচনে Present indefinite  tense ব্যবহৃত হয়  । 

যেমন–

  • ইচ্ছা থাকলে উপায় হয়—- Where there is a will there is a way.
  • কয়লা ধুলে ময়লা যায় না— Coal does not go to dust
  • চকচক করলেই সোনা হয় না—All that glitters is not gold.
  • আয় বুঝে ব্যয় করো—- Cut your coat according to your cloth.
  • অতি লোভে তাঁতি নষ্ট—Grasp all lose all.

খেলার ধারাভাষ্য Present Continuous Tense এর পরিবর্তে Present Simple ব্যবহৃত হয়  । 

যেমন–

  • রাসেল এইমাত্র একটি গোল করল— Now Rasel scores a goal.

Notes

Simple present বা Present indefinite  tense-এ মূল ক্রিয়া না থাকলে am, is, are দিয়ে মূল ক্রিয়ার কাজ সম্পাদন করতে হয় ।

  • যেমন- আমি ( হই ) বালক– I am a boy.
  • তিনি আমার শিক্ষক– He is my teacher.
  • তুমি আমার বন্ধু– You are my friend.

Always, often, sometimes, everyday, usually, never ইত্যাদি সময়বাচক শব্দগুলো Present indefinite  tense ব্যবহৃত হয়  । 

যেমন–

  • সদা সত্য কথা বলবে — Always speak the truth.
  • কখনো মিথ্য কথা বলবে না— Never tell a lie.
  • লোপা প্রতিদিন কলেজে যায়– Lopa goes to college everyday.

এ Tense-কে  interrogative বা প্রশ্নবোধক করতে হলে করতা যদি  Third person singular number হয় তবে বাক্যের প্রথমে নিতে হয়। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে do বাক্যের প্রথমে নিতে হয়।

যেমন-

  • সে কি বই পড়ে ?– Does he read books?
  • তুমি কি ফুটবল খেলা? —Do you play football?

Negative করার সময় কর্তার পর do/does এর সাথে not যোগ করতে হয়।

যেমন–

  • সে মাছ ধরে না—He does not catch fishes.
  • আমি কোন গোলমাল করি  না— I do not make a noise.

Negative interrogative করার সময় কর্তা Noun  হলে not কর্তার পূর্বে বসে।

যেমন–

  • জনি কি কবিতা লিখে না?– Does not Jony write a poem ?
5/5 - (21 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x