পড়াশোনা

Present Continuous Tense কি ও এর বিস্তারিত ব্যবহার

1 min read

বতমান কালে কোন কাজ চলছে বুঝালে বা নিকট ভবিষ্যতে চলবে বুঝালে  Verb-এর  Present Continuous Tense হয়।

Present Continuous Tense চেনার উপায়

বাংলা ক্রিয়ার শেষে  তছি, তেছ, তেছে, এবং  চ্ছ,  চ্ছি , চ্ছে, চ্ছেন এদের যে কোন একটি থাকলে Verb-এর Present Continuous Tense হয়।

Present Continuous Tense গঠন করার নিয়ম

এই Tense এ Subject এরপরে Person ও Number অনুসারে am/is/are হয়। Principle Verb এর শেষে যোগ হয়।[Structure : Subject+ am/is/are+ principle verb + ing + Extension]

Present Continuous Tense ব্যবহার

কোন কাজ বর্তমান সময়ে হচ্ছে বা চলছে এরূপ অর্থে  Present Continuous Tense ব্যবহৃত হয়। 

যেমন-

  • আমি ভাত খাইতেছি( খাচ্ছি)—-I am eating rice.
  • আমরা ভাত খেইতেছি( খাচ্ছি)— We are eating rice.

2. নিকট ভবিষ্যৎ বুঝাতে  Present Continuous Tense ব্যবহৃত হয়।

যেমন-সে শীঘ্রই আসছে– He is coming soon.

বারবার, পুনঃপুনঃ বা অনবরত সংঘটিত হয় এরূপ বিরক্তি বা অস্বস্তি প্রকাশক কাজ বুজাতে always, continually, perpetually, forever, constantly প্রভূতি Adverb- এর প্রয়োগ হয়। আর এসব ক্ষেত্রে Present Continuous Tense ব্যবহৃত হয়। 

যেমন-

  • তুমি প্রায়ই কথা বলছ— You are always talking.
  • অনবরত বৃষ্টি হচ্ছে– It is rainging continually.

Notes: নিচের Verb-গুলো সাধারণত Continuous Formএ ব্যবহার হয় না 

  • Verbs of Perception—- see, smell, notice, recognise, etc.
  • Verbs of appearing—- appear, look, seem, etc.
  • Verbs of emotin— want, wish, desire, feel, like, love, hate, hope, refuse, etc.
  • Verbs of thinking—- think, suppose, believe, agree, consider, trust, remember, forget, know, imagine, mean, mind, understand, etc.
  • have(= possess ) — own, possess, belong to, contain, consist of etc.
5/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x