পড়াশোনা

Phrase এবং Clause এর পার্থক্য

7 min read

আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব Phrase এবং Clause এর পার্থক্য নিয়ে। এছাড়াও থাকবে Phrase কাকে বলে ? Phrase কত প্রকার ও কি কি ? Clause কাকে বলে ? Clause কত প্রকার ও কি কি ? তাই এই আর্টিকেলটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

 

Phrase

দুই বা ততোধিক word পাশাপাশি বসালে (word গুচ্ছের মধ্যে finite Verb থাকবে না এবং Verb এর কোনো Subject থাকবে না কিন্তু non finite verb থাকতে পারে )  যদি তার অর্থ পাওয়া যায় তাহলে তাকে Phrase বলে।

যেমন: –

  • on the table টেবিলের উপর
  • In my hand আমার হাতে
  • In the house ঘরের ভিতরের মধ্যে।
  • In the bed
  • In village
  • Swimming everyday in the river is a good exercise এখানে “Swimming everyday in the river” হল একটি Phrase কারন এর মধ্যে কোনো “Finite verb” নেই এবং তার Subject নেই।
  • Went first এখানে কোনো finite verb এবং তার Subject নেই । তাই এটা Phrase।
  • The students Working on this project are good students  যে সমস্ত ছাত্ররা project এর উপর কাজ করিতেছে তারা ভালো ছাত্র । এখানে Working on this project এর মধ্যে  finite verb এবং Subject নেই। তাই এটা একটা Phrase  । Working on this project এই phrase টি ছাত্র দের সম্পর্কে বর্ণনা দিচ্ছে তাই এটি adjective clause  ।

Clause

দুই বা ততোধিক word কে পাশাপাশি রাখলে যে word গুচ্ছ পাওয়া  যায়  (word গুচ্ছের মধ্যে  Verb এবং তার Subject থাকবেই কিন্তু object থাকতেও পারে নাও পারে) সেই word গুচ্ছ যদি স্বাধীন অর্থ প্রকাশ করে  তখন ঐ verb এবং Subject যুক্ত word গুচ্ছকে Clause বলে। Clause এ object থাকতেও পারে নাও থাকতে পারে ।

সংজ্ঞা:- Clause (বাকাংশ ) হল কোনো Sentence এর একটি খন্ড অংশ  (বাকাংশ) যার মধ্যে verb থাকবেই এবং verb টির subject থাকবেই কিন্তু object থাকতেও পারে নাও থাকতে পারে । এবং বাকাংশ টির একটি সম্পূর্ণ অর্থ থাকবে।

যেমন: –

  • I go
  • I eat rice
  • They play football
  • I come here
  • He wept bitterly
  •  I will go if you come
    এই Sentence টি if এই conjunction টির দুই পাশে দুটি clause (I will go + you come) মিলে একটি বাক্য (I will go if you come) তৈরি করেছে। অর্থাৎ এই বাক্যটির মধ্যে দুটি Clause আছে । তারা দুজনেই Subject ও Finite verb সহযোগে ঐ বাক্যটির একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে।
  • Everybody respect  him Because he is honest
  • He works hard but he failed

Clause এর শ্রেনিবিভাগ:-

Clause কে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় 

  • Independent clause/Principal clause
  • Dependent clause/Subordinate clause
  • Co-ordinate clause

অর্থাৎ সংযোগকারী বাক্যাংশ যা নিজে স্বাধীন থেকেও অন্য একটি বা একাধিক স্বাধীন বাক্যাংশের সঙ্গে যুক্ত হয়ে একটি  Compound Sentence তৈরি করে ।

যেমন ;-

  • He is a good student but he failed work hard or you will fail
  • He is reading and she is playing
  • He is sick,yet he will take the test.

Independent clause/principal clause:

যে clause অন্য কোনো clause এর উপর নির্ভর করে না তাকে independent clause বলে।

বা

যে clause  একটি Finite verb তার Subject  নিয়ে গঠিত যেটা মুল Sentence থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীন ভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal clause/independent clause বলে

যেমন: –

  • He is a good boy এই বাক্যটির দ্বারা সম্পূর্ণ স্বাধীন অর্থ প্রকাশ পাচ্ছে অন্য কোনো clause এর উপর নির্ভর করছে না।তাই এটি Independent clause/principal clause.
  • He has stood first because he was industrious এখানে He has stood

Dependent clause/subordinate clause:

যে clause principal (independent) clause এর উপর নির্ভর করে তাকে Dependent clause  বা Subordinate clause বলে ।

বা(Or)

যে clause পরিপূর্ণ ভাবে অর্থ প্রকাশের জন্য অন্য clause এর উপর নির্ভর করে তাকে Independent clause/Subordinate clause বলে ।

Note:- Independent clause এর শুরুতে sub-ordinate connective/conjunction (when,what,which, that ,as,because,so,if ইত্যাদি) থাকবেই ।
Sub-Ordinate clause/Dependent clause  চেনার ভাল উপায় হল এ ধরনের clause  Subordinate conjunction (Because, as, that if, which, what, when, etc) দ্বারা যুক্ত থাকে

  • I will go if you come এখানে “I will go” হল independent clause কারণ এর দ্বারা সম্পূর্ণ স্বাধীন অর্থ প্রকাশ পাচ্ছে ।  if you come হল Sub-ordinate clause/Dependent clause  কারণ এটা Independent clause/ principal clause এর উপর নির্ভর করছে ।
  • He did not go to college as he was ill.
  • This is a ring that is made of gold. এখানে This is a ring এই clause টি কারও উপর নির্ভর করছে না। তাই এই clause টি হল principal clause/independent clause. আবার That is made of gold এর দ্বারা ring সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে । অর্থাৎ এটি Principal clause এর উপর নির্ভরশীল ।  তাই এটি dependent clause/subordinate clause.

 Co-Ordinate clause

 দুই বা ততোধিক একই জাতীয় Clause কোন co-ordinating conjunction (For And Nor but or, yet.so) দ্বারা যুক্ত হয় তখন তাকে co-ordinate clause বলে|

He is a good student but he failed work hard or you will fail He is reading and she is playing

কিছু  আলোচনা

আলোচনা নং 1

  • I saw a copper knife

এখানে copper শব্দটি চাকুুটি কি দিয়ে তৈরি তার বর্ণনা দিচ্ছে তাই copper শব্দটি এখানে adjective এর কাজ করছে ।

  • I saw a knife of copper এখানে knife of copper  অর্থাৎ copper (তামা) এর চাকুু। of copper দ্বারা চাকুুটির  কি দিয়ে তৈরি তার বর্ণনা দিচ্ছে । of copper হল a group of words (শব্দ গুচ্ছ) যা adjective এর কাজ করছে। তাই এখানে  of copper হল adjective phrase.
  • I saw a knife that is made of copper

এখানে I saw a knife এর মধ্যে verb আছে এবং verb টির subject আছে তাই “I saw a knife” হল independent clause । এবং “that is made of copper” এর মধ্যে verb “made” আছে এবং verb টির subject হল “that” তাই “that is made of copper” হল অপর একটি clause কিন্তু “that is made of copper” ক্লসটি I saw a knife এই clause টির উপর নির্ভর করছে তাই  “that is made of copper” এই ক্লসটি হল Dependent clause । আবার “that is made of copper” এর দ্বারা knife টি কি দিয়ে তৈরি তার বর্ণনা দেওয়া হচ্ছে । অর্থাৎ “that is made of copper” এটি adjective এর কাজ করছে । তাই “that is made of copper” হল একটি adjective clause  ।

Adjective clause /Relative clause চেনার উপায় 

adjective clause এর মধ্যে that,which,who,whose,whom

আলোচনা নং 2

  •  Please sit anywhere এখানে “anywhere” দ্বারা যে কোন জায়গায় বসার কথা বলা হচ্ছে । অর্থাৎ anywhere শব্দটি verb “sit” সম্পর্কে additional information দিচ্ছে । তাই anywhere হল adverb.
  • Please sit anywhere শব্দটিকে নিচের ভাবেও লেখা যায়
  • Please sit in any chair এখানে “in any chair” হল a group of words যার মধ্যে verb নেই এবং verb এর subject নেই তাই “in any chair” হল একটি phrase  । কিন্তু “in any chair” এই ফ্রেসটি “sit” সম্পর্কে additional information দিচ্ছে তাই “in any chair” ফ্রেসটি হল adverbial phrase ।

Please sit in any chair এই বাক্যটিকে নিচের মত লেখা যায়

Please sit wherever you wish

এখানে “wherever you wish” হল a group of words যার মধ্যে verb “wish” আছে এবং verb টির subject “you” আছে। তাই “wherever you wish”  হল একটি clause । কিন্তু এই clause টি  verb “sit” সম্পর্কে  additional information দিচ্ছে তাই “wherever you wish” এই clause টি adverbial clause  ।

Note :- adverbial clause চেনার উপায়: – কখন হল, কোথায় হল,কিভাবে  হল ইত্যাদি শব্দ থাকবে। অর্থাৎ where, when,why ইত্যাদি word গুলি থাকবে।

আলোচনা নং 3

  • I know what you said (আমি জানি তুমি কি বলেছিলে)।

এখানে “What you said” এর মধ্যে verb আছে এবং verb টির subject “you” আছে । তাই এটি একটি clause । কিন্তু এই clause টি “I know what you said” এই বাক্যটির object হিসাবে বসেছে।

আমরা জানি “object” noun এবং pronoun দুটিই হতে পারে । ” what you said” এটি noun এর কাজ করছে ।তাই “what you said” এই clause টি হল noun clause  ।

উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম Dependent clause/ Sub-ordinate clause তিন প্রকারের।

যথা-

  • Adjective clause এটি adjective এর মতো কাজ করবে ।
  • Adverbial clause এটি adverb এর কাজ করবে।
  • Noun clause এটি noun/pronoun এর মতো কাজ করবে।

Adjective clause

(1) adjective যেমন Noun কে modify করে তেমনি ভাবে adjective clause কোন noun /pronoun এর পূর্বে বসে ।
(ii) Adjective clause এর পূর্বে antecedent থাকে|
(iii)  relative pronoun (who, which what), relative adverb (why, where, how, when) ইত্যাদি দ্বারা adjective clause শুরু হয় ।
Example

  • I Saw the boy who is very tall
  • I know the matter which was secret
  • I gave some money to the beggar who was
  •  I bought the house where he lives
  •  Mr. Shahid, who is very talented, teaches us English

Adjective clause এর কিছু উদাহরনঃ-

  • I drank the milk which you bought yesterday এখানে  “I drank the milk” এর মাধ্যমে একটি সম্পুন সাধীন অরথ প্রকাশ পাচ্ছে। তাই “I drank the milk” হল একটি independent clause(principal clause) । আবার “which you bought yesterday”  এটির মাধ্যমে milk সম্পকে বর্ণনা দেওয়া হচ্ছে । আরথাট এটি Adjective এর কাজ করছে। এবং এর মধ্যে verb “bought”  আছে এবং verb এর subject “you” আছে। এবং এটি independent clause উপর নিরভরশীল। তাই এটি হল Adjective clause  ।
  • I saw Mary when I went to the market. আমি মেরিকে দেখেছিলাম যখন আমি বাজারে গিয়েছিলাম। এখানে “when i went to the market” এর দ্বারা verb  “Saw” ঘটার বর্ণনা দিচ্ছে। তাই এটি adverbial clause  .
  • This is the pen that I gave you এই সেই কলম যেটি আমি তোমাকে দিয়েছিলাম। এখানে  that I gave you একটি Dependent clause যা The pen কেউ বর্ণনা করছে ।
  • I know the man who wrote this letter আমি সেই মানুষটিকে চিনি যে এই চিঠিটি লিখেছিল।
  • I know the boy who stood first in his class আমি সেই ছেলেটিকে চিনি যে তার ক্লাসে প্রথম হয়েছিল ।
  • The students who are working on this project are good students.  যেমন সমস্ত ছাত্ররা প্রজেক্টের উপর কাজ করিতেছে তারা ভালো ছাত্র । who are working on this project ক্লসটি ছাত্রদের সম্পর্কে বর্ণনা দিচ্ছে।তাই এটি sub-ordinate adjective clause.
  • The man who was suffering from cancer has died যে লোকটি ক্যান্সারে ভুগছিল সে মারা গেছে ।
  • The boys whom you invited have come যে ছেলেগুলিকে তুমি নিমন্ত্রণ করেছিলে তারা এসেছে।
  • The book that fetched him the Nobel prize is now available যে বইখানি তাঁকে নোবেল পুরস্কার এনে দিয়েছিল যা এখন পাওয়া যাচ্ছে ।
  • The dress that you bought yesterday has been lost যে পোশাকি তুমি গতকাল কিনেছ তা হারিয়ে গিয়েছে।

Adverbial clauses

যে সমস্ত clause -adverb – এর মত কাজ করে তাকে adverbial clause বলে । Adverb clause সাধারনত independent clause এর   verb, adjective বা অন্য adverb- কে modify করে ।
বিভিন্ন রকম adverbial clause
(a) Adverb clause of time:- এই clause principal clause- এর verb এর কার্য সম্পাদনের সময় কে নির্দেশ করে ।

  • I did the work when he told me. যখন সে আমাকে বলছিল তখন আমি কাজটা করেছিলাম। এখানে when he told me হল adverbial clause  যা principal clause এর verb “did” সম্পাদনের সময়কে নির্দেশ করছে।
  • As soon as the teacher entered the classroom, the students stood up. যেই মাত্র (যখনি/যেই মূহুর্তে) শিক্ষক ক্লাসে প্রবেশ করল সেই মাত্র ছাত্ররা উঠে দাড়াল।
  • A Sake bit me, while I was walking in the garden যখন আমি বাগানের মধ্যে হাটিতেছিলাম তখন একটা সাপ আমাকে কামড় দিল।

(b) Adverb clause of place:-  এই clause – Principal clause- এর কার্য সম্পাদনের স্থান কে নির্দেশ করে ।

  • I will go where he lives সে যেখানে থাকে(বাস করে) আমি সেখানে যাব।
  • you may park your car wherever you like তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি তোমার গারি রাখতে পার।

(c) adverb clause of reason:-  এই ধরনের clause গুলি principal clause-এর কার্য সম্পাদনের কারন বোঝায় ।

  • He went to hospital because he was ill সে হসপিটালে গিয়েছিল কারন সে অসুস্থ ছিল।
  • He gave the boy a gift as he liked him সে বালকটিকে একটি উপহার দিয়েছিল যেহেতু সে তাকে পছন্দ করত।
  • The man can carry the load since he is very strong মানুষ টির বোমাটি বহন করতে পারে যেহেতু সে খুবই শক্তিশালী ।
  • As (/since) He is week,he can’t run যেহেতু সে দূর্বল তাই সে দৌড়াতে পারে না।

(d) Adverbial clause of manner:-এই ধরনের clause- গুলি principal clause-এর
যেমন-

  •  He told me how he did it সে আমাকে বলেছিল কেমনভাবে সে এটা করেছিল।
  •  He goes however (যা হইক/যাহা হউক না কেন/তা সত্যেহ) he like

e) Adverbial clause of result or consequent#@:- 

  • He is so rich that he can buy a new car সে এতটাই ধনী যে সে নতুন গারি কিনতে পারে।
  • It is such a book that  everyone  likes it এটা এমন একটা বই যেটা প্রত্যেকে পছন্দ করে ।

Noun clause

যে clause কোন Sentence এ Nounএর মত কাজ করে তাকে Noun clause বলে ।

যেমনঃ-

  • I know where he lives আমি জানি সে কোথায় থাকে।
  • I like tea that my sister makes.
  • I want to a hotel which is expensive
  • I read the book that you bought me.

Sentence এ Noun clause এর অবস্থা
(i) verb এর Subject হিসেবে
(ii) verb এর object হিসেবে
(iii) object এর complement হিসেবে
(iv) Preposition- এর object রুপে

Noun clause তিন প্রকার connective দ্বারা যুক্ত হতে পারে ।
(i) conjunction-“that”
(ii) Interrogative pronoun – who, what
(iii) Interrogative adverb – how where, why, if

verb এর Subject হিসেবে Noun clause এর ব্যবহার

Noun clause এর verb এর Subject হিসেবে if, that ইত্যাদি দিয়ে শুরু হয় । এ ক্ষেত্রে লক্ষণীয় যে Noun clause প্রায়ই be verb
(am, is, are, was, were) এর Subject হিসেবে ব্যবহারিত হয় ।

Example :

  • That he will succeed is certain তিনি যে সাফল্য লাভ করবেন তা নিশ্চিত ।
  • When he will come is uncertain কখন তিনি আসবেন তা অনিশ্চিত ।
  • How the bank was robbed is a mystery. ব্যাঙ্কটি কিভাবে লুঠ হয়েছিল তা একটি রহস্য ।
  • When we will die is quite unknown
  • How he can do it is a matter of wonder.

That he had stolen the pen was clear

verb-এর Object হিসেবে Noun clause

Noun- clause যখন verb এর Object হিসেবে ব্যবহারিত হয় তখন সাধারণত that, what when where who প্রভৃতি দ্বারা যুক্ত থাকে ।

  • I know that he is ill. আমি জানি যে অসুস্থ
  • I hope that he will come soon. আমি আসা করি যে সে শীঘ্র আসবে ।
  • Tell me how you did the sum অঙ্কটি তুমি কিভাবে করলে তা আমাকে বল।
  • You said you did not know him তুমি বলেছিলে তুমি তাকে চিনতে না।
  • I do not know how this happened এটি কিভাবে ঘটল তা আমি জানি না।
  • I think I have seen you before আমার মনে হয় তোমাকে আমি আগে দেখেছি।
  • Can you tell me when the train will start ট্রেনটি কখন ছাড়বে তা কি আমায় বলতে পারেন।
  • I don’t know how he dues it.
  • I wonder when he will come back
  • I He forgot who fold lion this.

Object এর complement হিসেবে Noun-clause

Object এর complement বলতে বোঝাচ্ছে যে এই clause গুলি সাধারণত Object টির সম্পর্কে বাড়তি কোন তথ্য প্রদান করবে
যেমন-

  • My worry is that he may meet with an accident আমার দুশ্চিন্তা এই যে সে কোন দুর্ঘটনায় পড়তে পারে ।
  • My desire is that all of you come to my place আমার ইচ্ছা যে আপনারা সকলে আমার গৃহে আসুন।
  • I told him what he asked me.
  • He has give his what she has wanted.

Preposition এর object হিসেবে noun clause

একটি sentence- G noun clause- that, what, where, who ইত্যাদি সহযোগে Preposition এর পরে বসে
যেমন-

  • He began to shout from the moment he arrived there সেখানে পৌছাবার মুহূর্ত থেকেই সে চেঁচাতে শুরু করল ।
  • There was nothing wrong in what he told you তিনি তোমাকে যা বলেছিলেন তাতে ভূল কিছু নেই।
  • I was cured by the medicine he gave me তিনি আমাকে যে ওষুধ দিলেন তাতেই আমি সেরে উঠেছিলাম ।
  • I have no idea of what he has planed তিনি কি পরিকল্পনা করেছেন সে সম্বন্ধে আমার কোনও ধারণা নেই ।
  • He informed me of that he would do the work
  • He has no knowledge of who did it.
  • You should not think about what he told.
4.9/5 - (17 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x