পদার্থ বিজ্ঞান

আড় তরঙ্গ ও লম্বিক তরঙ্গের মধ্যে পার্থক্য

1 min read

আড় তরঙ্গ ও লম্বিক তরঙ্গের মধ্যে পার্থক্য

আড় তরঙ্গ ও লম্বিক তরঙ্গের মধ্যে পার্থক্য নিম্নরূপ –

নং আড় তরঙ্গ লম্বিক তরঙ্গ
 ১ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাই আড় তরঙ্গ। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাই লম্বিক তরঙ্গ।
 ২ মাধ্যমে তরঙ্গ চূড়া ও তরঙ্গ খাঁজ উৎপন্ন করে সঞ্চালিত হয়। সংকোচন ও প্রসারণেল মাধ্যমে তরঙ্গ সঞালিত হয়।
 ৩ একটি তরঙ্গ চূড়া ও তরঙ্গখাঁজ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত। একটি সংকোচন ও প্রসারণ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত।
 ৪ কঠিন পদার্থে এ তরঙ্গের সৃষ্টি হয়। তবে তল টানের জন্য প্রবাহীতেও সৃষ্টি হতে পারে। কঠিন, তরল ও গ্যাসে এ তরঙ্গের সৃষ্টি হতে পারে।
 ৫ সমবর্তন ঘটে। সমবর্তন ঘটে না।
5/5 - (12 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x