শব্দোচ্চতা কাকে বলে?

শব্দোচ্চতা কাকে বলে?

শব্দোচ্চতা বলতে শব্দ কত জোরে হচ্ছে তা বোঝায়। তীব্রতা শ্রোতার কানে যে অনুভূতি সৃষ্টি করে তাই হলো শব্দোচ্চতা এবং তা ব্যক্তি নির্ভর। একই তীব্রতার একটি শব্দ যে ব্যক্তি কানে কম শোনে তার কাছে শব্দোচ্চতা কম কিন্তু যে বেশি শোনে তার কাছে বেশি। অর্থাৎ শব্দোচ্চতা নির্ভর করে ব্যক্তির তীব্রতা যাচাই করার ক্ষমতার উপর। তীব্রতা বাড়লে শব্দোচ্চতা বাড়লেও তা তীব্রতার সমানুপাতিক নয়। তীব্রতা একটি পরিমেয় ভৌত রাশি আর শব্দোচ্চতা অনুভব করার বিষয়।

Similar Posts