Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

sentence এ ব্যবহৃত যে সব Word দ্বারা কোনকাজ করাকে বোঝায় তাকে Verb বলে।

Verb এর প্রকারভেদ :

Verb দুই প্রকার। যথা :

1. Finite Verb (সমাপিকা ক্রিয়া) :

যে সব Verb দ্বারা বক্তার বক্তব্যসম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে FiniteVerb বলে।

Example :

  • I go to school.
  • Kamal plays football.

Finite Verb এর বৈশিষ্ট্য :- Sentence এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়।- বক্তার বক্তব্য পূর্ণাঙ্গররূপে ব্যক্ত করে।- Subject এর Person, Number, Tense অনুযায়ীভিন্ন ভিন্ন হয়।Finite এর প্রকারভেদ :

Finite Verb দুই প্রকার। যথা :

a. Principal Verb (প্রধান ক্রিয়া) :যে Verb নিজেই স্বাধীনভাবে অন্যVerb এর সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পাদনকরে তাকে Principal Verb বলে।

Example : You goThey play in the field.

Principal Verb এর প্রকারভেদ :

Principal Verb দুই প্রকার। যথা :

I. Transitive Verb (সকর্মক ক্রিয়া) : যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকেতাদেরকে Transitive Verb বলে।

Example :

  • The baby is drinking milk.
  • I have bought a book.

Transitive Verb এর বৈশিষ্ট্য :- Subject এর পরে বসে- প্রতিটি Verb এর পরে এক বা একাধিকObject থাকে।- Tense ও Subject এর Person, Numberঅনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।

II. Intransitive Verb (অকর্মক ক্রিয়া) : যে Verb এর Object বা কর্ম থাকে নাতাদেরকে Intransitive Verb বলে।

Example :

  • The girl went to school.
  • Birds fly in the sky.

Intransitive Verb এর বৈশিষ্ট্য :- এরা প্রায়ই Sentence এর শেষে বসে।- এদের পরে কোনো Object থাকে না।- Tense ভেদে Subject এর Person ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।

b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) :Sentence এ ব্যবহৃত যে সব Verbs Principal Verbsএর ভাব ও অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করারজন্য Principal Verbs কে সহায়তা করে, সেসকল Verb কে Auxiliary Verb বলে।

Auxiliary Verb এর বৈশিষ্ট্য :– Auxiliary Verbs Sentence এ ব্যবহৃত হয়েনিজে কোন অর্থ প্রকাশ করে না।- Auxiliary Verbs Sentence এর ভাব ও অর্থপ্রকাশ করতে Principal Verb কে সহয়তাকরে।- Auxiliary Verbs Tense, Voice ও Mood এর রূপগঠনের জন্য Principal Verb কে সহয়তা করে।

Auxiliary Verb এর তালিকা : am, is, are, was, were, be, being, been, have,has, had, shall, should, will, would, may, might,can, could, do, does, did, used (to), ought (to),dare (to)Auxiliary Verb এর প্রকারভেদ :Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করাযায়।

যথা :

I. Primary Auxiliaries/Tense Auxiliaries : যে Verb গুলোকে বাক্যে Helping বাAuxiliary এবং কখনো কখনো Ordinary Verbহিসেবে ব্যবহৃত হয় তাদেরকে PrimaryAuxiliaries/Tense Auxiliaries বলে।

Primary Auxiliaries/Tense Auxiliaries গুলোনিম্নরূপ : Verb to be : am, is, are, was, wereVerb to have : have, has, hadVerb to do : do, does, didII. Modal Auxiliaries :ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বাধরণ বুঝানোর জন্য যে Auxiliaries ব্যবহৃত হয়সেগুলোকে Modal Auxiliaries বলে।

Modal Auxiliaries গুলো নিম্নরূপ : shall, should, will, would, may, might, can, could,used (to), ought (to), dare (to)

2. Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :

যে Verb দ্বারা কোন বাক্যের অর্থসম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এরNumber ও Person দ্বারা যে Verb এর কোনরূপের পরিবর্তন হয় না তাকে Non-finiteVerb বলে।

Non-finite Verb এর প্রকারভেদ :

Non-finite Verb তিন ভাগে বিভক্ত। যথা :

a. Gerund : Gerund হল verb+ing যার মধ্যে Noun ও Verbএর শক্তি কাজ করে। একে Double Parts ofSpeech ও বলা হয়।

Example :

  • Swimming is a good exercise.
  • Sleeping is necessary to life.
  • She is fond of reading poems.

b. Participle : Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এরকার্য সম্পন্ন করে তাকে Participle বলে।

Participle এর প্রকারভেদ :

Participle তিন প্রকার।

যথা :

I. Present Participle : Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজকরে তখন তাকে Present Participle বলে।

Example :

The book is interesting.

II. Past Participle : যে Participle দ্বারা অতীতে কোন কাজসম্পন্ন হয়েছে বোঝায় তাকে PastParticiple বলে।

Example :

  • I got a decorated room.
  • She had gone there.

III. Perfect Participle : যদি Verb এর Past Participle এর পূর্বে havingযুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদনকরে কখন তাকে Perfect Participle বলে।

Example :The sun having risen, the fog disappeared.

c. Infinitive : Verb এর Present form এর অাগে to বসিয়েInfinitive গঠন করা হয়

Example :To tell a lie is a great sin.I come to see.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *