জ্যামিতিক সমাণুতা কার্বন-কার্বন দ্বি-বন্ধন ঘটিত এক ধরনের স্টেরিও সমাণুতা। প্রতিস্থাপিত অ্যালকিন বা অনুরূপ যেসব যৌগের গাঠনিক সংকেত এক কিন্তু তাদের দ্বি-বন্ধনযুক্ত কার্বন দুটির সাথে যুক্ত পরমাণু বা মূলকগুলোর ত্রিমাত্রিক বিন্যাস হওয়ার কারণে যৌগগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায় তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমাণু বলে এবং এ ঘটিত বিষয়কে জ্যামিতিক সমাণুতা বলে। দ্বিবন্ধন বিশিষ্ট যৌগসমূহ এবং চাক্রিক যৌগসমূহ জ্যামিতিক সমাণুতা দেখায়। যেমন, বিউটিন-২ এর সিস ও ট্রান্স নামক দুটি জ্যামিতিক সমাণু রয়েছে।
Offcanvas menu