অণুচক্রিকা কি?
অণুচক্রিকা কি?
অণুচক্রিকা হলো ক্ষুদ্রতম রক্তকণিকা, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
অণুচক্রিকা কি?
অণুচক্রিকা হলো ক্ষুদ্রতম রক্তকণিকা, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
গলজি বস্তুর প্রধান কাজ কী? জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসরণে সাহায্য করাই গলজি বস্তুর প্রধান কাজ। এছাড়া হরমোন নিঃসরণে এর ভূমিকা লক্ষ করা যায়। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথে এরা সম্পর্কিত কখনও কখনও এরা প্রোটিন সঞ্চয় করে রাখে।
সংকর জীব কাকে বলে? দুটি বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মধ্যে প্রজনন সৃষ্ট সন্তানদের সংকর জীব বলে। সংকর জীব সর্বদা হেটারোজাইগাস প্রকৃতির। বিপরীত বৈশিষ্ট্যের জীবদের সংকরায়ণ সৃষ্ট প্রথম সন্তানদের F1 জনু বা প্রথম সংকর পুরুষ বলে। F1 জনুর সংকর জীবদের মধ্যে আন্তঃপ্রজননে সৃষ্ট জীবদের F2 জনু বা দ্বিতীয় সংকর পুরুষ বলে।
মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউজ বা বলার যথেষ্ট কারণ রয়েছে। সংক্ষেপে বলা যায় যে, শক্তি উৎপাদনের সকল কাজ মাইটোকন্ড্রিয়াতে ঘটে বলে, একে কোষের পাওয়ার বলে। ইউক্যারোওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো দিস্তরী পর্দাবেষ্টিত গোলাকার, ডিম্বাকার, দন্ডাকার, সূত্রাকার বা তারকাকৃতি যেসব অঙ্গাণু কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়, তাদের মাইটোকন্ডিয়া বলে ।…
অণুজীবদের আদি জীব বলা হয় কেন? পৃথিবী সৃষ্টির সূচনালগ্নে প্রথম জীব উৎপত্তি হওয়ার আগে জীবনের সূত্রপাত অণুজীবের হাত ধরেই হয়। এ কারণে এদেরকে আদিজীব বলা হয়।
পিটুইটারী গ্রন্থিকে প্রধান গ্রন্থি বলা হয় কেন? উন্নত প্রাণিদের অগ্রমস্তিষ্কে অবস্থিত সকল গ্রন্থি নিয়ন্ত্রণকারী ক্ষুদ্র গ্রন্থিটি হলো পিটুইটারী গ্রন্থি। পিটুইটারী গ্রন্থি কর্তৃক নিঃসৃত হরমোনের সংখ্যা অনেক। এরা অন্যান্য হরমোন নিঃস্রাবী গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। এজন্য পিটুইটারী গ্রন্থিকে প্রধান গ্রন্থি বলা হয়।
আমরা ছােটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারা জীব, আর যেসব জিনিসের জীবন নেই সেগুলাে জড়। মােটা দাগে বােঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে, কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে কোথায় জড়-অচেতনের শেষ আর কোথায় জীবনের শুরু, তা অনেক সময়ই বলা মুশকিল। আসলে, জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং…