Similar Posts
নোজ পিস কি?
নোজ পিস কী? যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বডি টিউবের নিচের দিকে ঘূর্ণনশীল অংশটি হলো নোজপিস।
অক্সিজোম কি?
অক্সিজোম কি? মাইটোকন্ড্রিয়ায় অবস্থিত ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত যে গোলাকার বস্তু থাকে সেটিই হলো অক্সিসোম।
ব্লাড গ্রুপ কি?
ব্লাড গ্রুপ কি? এন্টিজেন ও এন্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের বিভিন্ন গ্রুপে শ্রেণি বিন্যাসই ব্লাড গ্রুপ।
আবরণী টিস্যু কাকে বলে?
আবরণী টিস্যু কাকে বলে? যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখগহ্বরের ভেতরের আবরণ ও দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে গঠিত।
গ্লোমেরুলাস কাকে বলে?
গ্লোমেরুলাস কাকে বলে? নেফ্রনের বোমান্স ক্যাপসুলের ভেতর একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি অঙ্গই হলো গ্লোমেরুলাস। রেনাল ধমনি থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলের ভেতর ঢুকে প্রায় ৫০টি কৈশিক নালিকা তৈরি করে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকার সৃষ্টি করে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন করে।
র্যানভিয়ারের পর্ব কি?
র্যানভিয়ারের পর্ব কি? নিউরনে মায়োলিন নামক স্তরটি সাধারণত নির্দিষ্ট দূরত্ব পর পর বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এই বিচ্ছিন্ন অংশে নিউরিলেমার সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে। এই আবরণীবিহীন অংশটিই হলো র্যানভিয়ারের পর্ব।