সেমি মাইক্রো বিশ্লেষণ কি?
সেমি মাইক্রো বিশ্লেষণ কি?
যে অজৈব গুণগত বিশ্লেষণে পরীক্ষণীয় নমুনা পদার্থের 0.05 g থেকে 0.2 g ব্যবহার করা হয় এবং দ্রবণের পরিমাণ 2 – 4 ml হয়ে থাকে তাকে সেমি মাইক্রো বিশ্লেষণ বলে।
সেমি মাইক্রো বিশ্লেষণ কি?
যে অজৈব গুণগত বিশ্লেষণে পরীক্ষণীয় নমুনা পদার্থের 0.05 g থেকে 0.2 g ব্যবহার করা হয় এবং দ্রবণের পরিমাণ 2 – 4 ml হয়ে থাকে তাকে সেমি মাইক্রো বিশ্লেষণ বলে।
বিকারের দ্রবণকে তাপ দেওয়ার কৌশল কী? বিকারের অভ্যন্তরস্থ দ্রবণকে উত্তপ্ত করতে হলে ত্রিপদী স্ট্যান্ডের উপর রক্ষিত তারজালির ওপর রেখে করতে হবে – কোনো মতেই সরাসরি উন্মুক্ত শিখায় তাপ দেওয়া যাবে না। তবে এক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা পানিগাহে উষ্ণকরণ। তাপ দেওয়ার সময় বিকারে রক্ষিত দ্রবণ বা তরল শুকিয়ে যেন না যায় তা লক্ষ রাখতে হবে। স্বল্প…
গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লিখ। গ্যাসের গতিতত্ত্ব কতগুলি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। ১৮৫৭ সালে ক্লসিয়াস প্রথম এই স্বীকর্যিগুলি বর্ণনা করেন। স্বীকার্যগলি নিচে উল্লেখ করা হলোঃ ১) প্রত্যেক গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে গঠিত। কোন একটি গ্যাসের সকল অণু একই রকম; বিভিন্ন গ্যাসের অণু বিভিন্ন। অণুগুলো এক বা একাধিক পরমাণু নিয়ে গঠিত। ২) গ্যাস অণুগলি…
আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আল-কিমিয়া থেকে। আল-কিমিয়া শব্দটি আবার এসেছে কিমি (Chemi বা Kimi) শব্দ থেকে। এই Chemi শব্দ থেকেই Chemistry শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন।
ইউরিয়ার সংকেত কি? ইউরিয়ার সংকেত হলো NH2CONH2 ইউরিয়ার শতকরা 46% নাইট্রোজেন থাকে।
স্টীম বা বাষ্প পাতন কাকে বলে? যে সকল জৈব যৌগ (কঠিন বা তরল) পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতে বিয়োজিত না হয়ে স্টীম প্রবাহে বাষ্পীভূত হয়, তাদেরকে অনুদ্বায়ী অপদ্রব্যের মিশ্রণ থেকে স্টীম প্রবাহের মাধ্যমে পাতন করে পৃথকীকরণের পদ্ধতিকে স্টীম বা বাষ্প পাতন বলে।
পরীক্ষাগারে প্রাইমারী স্ট্যান্ডর্ড পদার্থ বলতে কী বোঝায়? যে সব পদার্থের দ্রবণের ঘনমাত্রা বায়ুর উপাদান দ্বারা সহজে আক্রান্ত হয় না এবং দীর্ঘদিন পর্যন্ত যাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে তাদেরকে প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমনঃ K2Cr2O7, Na2CO3। এজন্যই এই দ্রবণগুলো প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়।