ইংরেজি ” The ” একটি Article। কোন ব্যক্তি, বস্তু ও শ্রেনী বা জাতির পুর্বে The ব্যবহৃত হয়। সাধারণত noun এর আগেই The ব্যবহৃত হয়, তবে মাঝে মাঝে Adjective এর আগেও The ব্যবহৃত হয়।
এখন আসি মূল প্রশ্নে। যখন কোন word/noun/(adjective-জাতী বুঝাতে) Vowel (a, e, I, o, u) দ্বারা শুরু হয় তখন The ব্যবহৃত হলে এর উচ্চারণ “দি” হয়। যেমন: The ant, The apple ইত্যাদি।
আবার যখন noun ও জাতী বুঝাতে adjective word টি Consonant দিয়ে শুরু হয় তখন The ব্যবহৃত হলে ” দ্যা ” উচ্চারণ হবে। যেমন: The mango, The boy, The poor। Consonant হচ্ছে, ইংরেজি ২৬ টি letter এর Vowel ছাড়া বাকি letter গুলো।
তবে The এর উচ্চারণ আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন: কোন word/শব্দ Consonant দিয়ে শুরু হলেও যদি এর উচ্চারণ Vowel দিয়ে শুরু হয় তাহলে The এর উচ্চারণ দি হবে। যেমন:
- The (দি) hour.
- The MLA.
- The MA.
আবার, শব্দের শুরুতে Vowel থাকা সত্ত্বেও তার উচ্চারণ ইউ বা ওয়া হলে The এর উচ্চারণ দ্যা হবে। যেমন:
- The (দ্যা) union.
- The European.
- The university.
আবার, যখন কাউকে বা কিছুকে জোর দিয়ে নির্দিষ্ট করে বুঝানো হয় তখন The ব্যবহৃত হলে এর উচ্চারণ সর্বদাই দি হবে, সেখানে Vowel বা Consonant দিয়ে শব্দ শুরু হলেও। একে Emphatic the বলে। যেমন:
- I spoke to the (দি) queen.
- I saw the (দি) spider today.
- He is the (দি) Ravindranath Tagore.
নিয়মগুলো :
- যে শব্দের শুরুতে স্বরধ্বনি আছে, তার আগে the বসলে এর উচ্চারণ ‘দি’ হয়। যেমন, ‘orange’ এর শুরু স্বরধ্বনি দিয়ে, তাই এর আগে the বসলে এর উচ্চারণ হবে ‘দি অরেঞ্জ’।
- খেয়াল করুন, স্বরধ্বনি বলেছি, স্বরবর্ণ বা vowel নয়। তাই যেসব শব্দের শুরু ব্যঞ্জনবর্ণ দিয়ে, কিন্তু উচ্চারণ স্বরধ্বনি দিয়ে, তাদের আগেও the বসলে এর উচ্চারণ ‘দি’ হবে। যেমন, ‘hour’ এর শুরুতে ব্যঞ্জনবর্ণ h থাকলেও এর উচ্চারণ যেহেতু ‘আওয়ার’, সেহেতু তার আগে the বসলে এর উচ্চারণ হবে ‘দি আওয়ার’।
- অন্যদিকে, যে শব্দের শুরু ব্যঞ্জনধ্বনি দিয়ে, তার আগে the বসলে এর উচ্চারণ ‘দ্য’ হবে। যেমন, ‘mango’ এর শুরুতে ব্যঞ্জনধ্বনি রয়েছে, তাই তার আগে the বসলে এর উচ্চারণ হবে ‘দ্য ম্যাংগো’।
- আবার, কিছু শব্দের শুরুতে স্বরবর্ণ থাকলেও তাদের উচ্চারণ স্বরধ্বনি দিয়ে নয়, বরং ব্যঞ্জনধ্বনি দিয়ে শুরু হয়। যেমন, university, European, one, ইত্যাদি। তাই তাদের আগে the বসলে এর উচ্চারণ ‘দ্য’ হবে, ‘দ্য ইউনিভার্সিটি’, ‘দ্য ইউরোপিয়ান’, ‘দ্য ওয়ান’। এখন ‘ইউ’ এবং ‘ওয়া’কে কেন ব্যঞ্জনধ্বনি বলা হচ্ছে, সেটি ভিন্ন প্রশ্ন।
- যখন the এর উপর জোর দেওয়ার প্রয়োজন হয়, তখন শব্দের শুরু যে কোন ধ্বনি দিয়েই হোক না কেন, the এর উচ্চারণ ‘দি’ হবে। যেমন, ‘this is the man’ এর উচ্চারণ হবে ‘দিস ইজ দি ম্যান’, যদিও ‘man’ এর শুরু ব্যঞ্জনধ্বনি দিয়ে।