রাসায়নিক নিক্তি কি?
রাসায়নিক নিক্তি কি?
বৈশ্লিষনিক রসায়নে যে নিক্তি দ্বারা কয়েক গ্রাম বা কয়েক মিলিগ্রাম পর্যন্ত ক্ষুদ্র ওজন নির্ভুলভাবে মাপা যায় তাকে রাসায়নিক নিক্তি বা বিশ্লেষণীয় নিক্তি বলা হয়।
রাসায়নিক নিক্তি কি?
বৈশ্লিষনিক রসায়নে যে নিক্তি দ্বারা কয়েক গ্রাম বা কয়েক মিলিগ্রাম পর্যন্ত ক্ষুদ্র ওজন নির্ভুলভাবে মাপা যায় তাকে রাসায়নিক নিক্তি বা বিশ্লেষণীয় নিক্তি বলা হয়।
লিবিগ শীতক কি? লিবিগ শীতক এক ধরনের কাচযন্ত্র যার মধ্যে প্রবেশকৃত নলের উপর ঠান্ডা পানি চালনা করে নলটির মধ্য দিয়ে গমনকারী বাষ্পকে ঘনীভূত করে তারলে পরিণত করা হয়।
তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে- কঠিন পদার্থঃ কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে উহা তরলে পরিণত হয়। কারণ যখন পদার্থ কঠিন অবস্থায় থাকে তখন উহার অনুগুলো পরস্পরের কাছাকাছি থাকে। এই অবস্থায় তাপ প্রয়োগ করা হলে কঠিনের অণুগুলো তরলের ন্যায় প্রসারিত হয়। বিধায় কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয়। তরল পদার্থঃ তরল পদার্থে…
গ্লাস বা কাচ যদি বলা হয় বিশ্বের সব বড় বড় দালানগুলো (বিল্ডিং) দেখতে এতো সুন্দর কেন ? উত্তর আসবে একটিই এবং তা হচ্ছে গ্লাস। বড় বড় বিল্ডিংগুলো গ্লাস দিয়ে মোড়ানো থাকে, যা বিল্ডিংগুলোর সৌন্দর্য বর্ধিত করে। গ্লাস অন্য যেকোনো উপাদানের বা টেকনোলজির তুলনায় বিশ্বকে অনেক পরিবর্তন করেছে। গ্লাস শব্দের উৎপত্তি ইংরেজি গ্লাস (glass) শব্দটির মূল উৎপত্তি হচ্ছে ল্যাটিন গ্লায়ছুম (glaesum) শব্দ থেকে। গ্লায়ছুম শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ পদার্থ। ইংরেজি গ্লাস শব্দটি বাংলা ভাষার সাথে মিশ্রণ ঘটলেও বাংলায় গ্লাস অর্থ হচ্ছে কাঁচ। প্রথম গ্লাস তৈরি কে করেছিলে? অনুমান করা হয় যে, ৩৫০০ বছর আগে প্রাচীন গ্রিকের মানুষজন সর্ব প্রথম গ্লাস তৈরি করেছিল। তাঁরা বালি থেকে সিলিকাকে…
বীকারে দ্রবণকে তাপ দেওয়ার কৌশল কী? বীকারের দ্রবণকে উত্তপ্ত করতে হলে ত্রিপদী স্ট্যান্ডের ওপর রক্ষিত তারজালির ওপর রেখে স্বল্প তাপমাতায় করতে হবে। কোনমতেই সরাসরি উন্মুক্ত শিখায় তাপ দেয়া যাবে না, সীমিত নিয়ন্ত্রিত তাপমাত্রায় উত্তপ্ত করতে হলে বৈদ্যুতিক হিটারে তাপ দেওয়া যায়। তবে, সবচেয়ে উত্তম পন্থা হলো, পানি গাহে তাপ দেওয়া। এই প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ সহজ।
লেবুর রসে কোন এসিড থাকে? লেবুর রসে প্রধানত সাইট্রক এসিড (C6H8O7) থাকে।
পরীক্ষাগারে প্রাইমারী স্ট্যান্ডর্ড পদার্থ বলতে কী বোঝায়? যে সব পদার্থের দ্রবণের ঘনমাত্রা বায়ুর উপাদান দ্বারা সহজে আক্রান্ত হয় না এবং দীর্ঘদিন পর্যন্ত যাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে তাদেরকে প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমনঃ K2Cr2O7, Na2CO3। এজন্যই এই দ্রবণগুলো প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়।