লিবিগ শীতক কি?
লিবিগ শীতক কি?
লিবিগ শীতক এক ধরনের কাচযন্ত্র যার মধ্যে প্রবেশকৃত নলের উপর ঠান্ডা পানি চালনা করে নলটির মধ্য দিয়ে গমনকারী বাষ্পকে ঘনীভূত করে তারলে পরিণত করা হয়।
লিবিগ শীতক কি?
লিবিগ শীতক এক ধরনের কাচযন্ত্র যার মধ্যে প্রবেশকৃত নলের উপর ঠান্ডা পানি চালনা করে নলটির মধ্য দিয়ে গমনকারী বাষ্পকে ঘনীভূত করে তারলে পরিণত করা হয়।
পর্যায় সারণির মূল ভিত্তি পারমাণবিক সংখ্যা নয় কেন? মৌলসমূহের পারমাণবিক সংখ্যাকে পর্যায় সারণির মূল ভিত্তি ধরলে কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারে না। যেমন – প্রথম সারিতে মাত্র 2 টি মৌল, দ্বিতীয় ও তৃতীয় সারিতে মাত্র 8 টি মৌল, চতুর্থ ও পঞ্চম সারিতে 18 টি এবং ষষ্ঠ সারিতে 32 টি মৌলের অবস্থানের কারণ ব্যাখ্যা করতে পারে না।…
শতকরা সংযুতি কাকে বলে? কোনো যৌগের 100 ভাগ ভরে তার উপাদান মৌলসমূহের কোন মৌল কত ভাগ বিদ্যমান থাকে, তাকে ঐ যৌগের শতকরা সংযুতি বলে।
সাবান কি (What is soap) সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ। সাবান তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে ফ্যাটি এসিডের লবণ (যেমন— ওলিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড) -এর সোডিয়াম বা পটাশিয়াম লবণ । একাধিক জৈব অ্যাসিডের লবণ হওয়ায় সাবানের নির্দিষ্ট কোনো সংকেত নেই । সাবান একটি মিশ্র লবণ । [i} সাধারণ উষ্ণতায় সাবান অনুদ্বায়ী কঠিন পদার্থ ও জলে দ্রাব্য ।…
মোলারিটি মূলত দ্রবণের আয়তন এবং দ্রবের মোল সংখ্যার সাথে সম্পর্কিত। সাধারণত তাপমাত্রার পরিবর্তনে দ্রবের মোল সংখ্যার কোন পরিবর্তন না হলেও দ্রবণের আয়তনের পরিবর্তন হয়ে থাকে, তাই দ্রবণের মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। অন্যদিকে, মোলালিটি দ্রাবকের ওজন এবং দ্রবের মোল সংখ্যার সাথে সম্পর্কিত। তাপমাত্রার পরিবর্তনে দ্রাবকের ওজন এবং দ্রবের মোল সংখ্যার কোন পরিবর্তন হয় না। তাই দ্রবণের…
সমআয়ন প্রভাব কাকে বলে? দ্রবণে সমআয়ন উপস্থিত থাকলে কোনো লবণের দ্রাব্যতার যে পরিবর্তন ঘটে তাকে সমআয়ন প্রভাব বলে। যেমনঃ NaCl এর জলীয় দ্রবণে যদি AgCl দ্রবীভূত করা তাহলে উভয় যৌগের সাধারণ আয়ন Cl– এর পরিমাণ বেড়ে যাবে ও NaCl এর দ্রাব্যতার হ্রাস পাবে। এটিই সমআয়ন প্রভাব।
মেসো যৌগ : একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট জৈব অনুর এক অর্ধাংশ অন্য অর্ধাংশের অ-উপরিস্তাপনীয় দর্পণ বিম্ব হলে যৌগটি আলোক নিস্ক্রিয় হয়, একে মেসো যৌগ বলে। এদের গঠনে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এটি আলোক নিস্ক্রিয় কারন এর অনুতে একটি প্রতিসাম্য তল বর্তমান। প্রথম অর্ধাংশ আলোর তলকে যে পরিমান ঘুরায়, ২য় অর্ধাংশ আলোর তলকে বিপরীত দিকে ঠিক…