Tense কাকে বলে? Tense কত প্রকার ও কি কি?
কোন কার্য সম্পাদনের সময় বা কালকে Tense বলে।
“Tense” শব্দের অর্থ কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense কে ইংরেজি ভাষার প্রান “Soul of English Language” বলতে পারি।
Example:
♪ I play football.
আমি ফুটবল খেলি।
♪ He ate rice.
সে ভাত খেয়েছিল।
♪ I shall go home.
আমি বাড়ি যাব।
Kinds of Tense:
Tense প্রধানত তিন প্রকারঃ
- Present Tense বা বর্তমান কাল।
- Past Tense বা অতীত কাল।
- Future Tense বা ভবিষ্যৎ কাল।
Present Tense বা বর্তমান কালঃ
যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে তাকে present tense বা বর্তমান কাল বলে।
Example:
♪ I eat rice.
আমি ভাত খাই।
♪ He reads the Newspaper.
সে সংবাদপত্র পড়ে।
♪ Rahim goes to school.
রহিম স্কুলে যায়।
♪ He writes a letter.
সে চিঠি লিখে।
Past Tense বা অতীত কালঃ
যে কাজ অতীত কালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল তাকে Past Tense বলে।
Example:
♪ I went to school.
আমি স্কুলে গিয়েছিলাম।
♪ He wrote a letter yesterday.
সে গতকাল একটি চিঠি লিখেছিল।
♪ He drew a picture.
সে একটি ছবি একেছিল।
♪ Rahim ate rice.
রহিম ভাত খেয়েছিল।
Future Tense বা ভবিষ্যৎ কালঃ
ভবিষ্যৎ কালে কোন কাজ সম্পন্ন হবে বুঝালে তাকে future tense.
Example:
♪ I shall buy a Mobile.
আমি একটি মোবাইল কিনব।
♪ Rahim will go to Dhaka.
রহিম ঢাকা যাবে।
♪ She will sing a song.
সে একটি গান গাইবে।
♪ We shall play football.
আমরা ফুটবল খেলব।
♪ You will read the book.
তুমি বই পড়বে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “Tense কাকে বলে? Tense কত প্রকার ও কি কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।