Nursing Admission Circular 2022-2023 All Information – নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2022-2023 – সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো আছেন।বন্ধুরা তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হবার সাথে সাথেই সাথেই তোমাদের বিশ্ববিদ্যালয়, মেডিকেল ডেন্টাল সহ নার্সিং ভর্তি প্রস্তুতি শুরু হয়ে যায়। আমরা তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সব কিছু শেয়ার করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ শেয়ার করবো।

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তিঃ–  তো বন্ধুরা আজকে আমরা এই পোস্টে নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ সম্পর্কে আলোচনা করবো। আসা করি সম্পূর্ণ পোস্ট পড়ে বিস্তারিত জেনে নিবেন।

নোটঃ  নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩ প্রকাশিত হয়েছে।

গুরুত্বর্ণ তারিখ দেখে নিন
অনলাইনে আবেদন শুরু: ১৫ মার্চ ২০২৩ (বুধবার সকাল ১০:০০ ঘটিকা)

 

অনলাইনে আবেদন শেষ তারিখ : ১৩ এপ্রিল ২০২৩ (বৃহ:বার রাত ১১:৫৯ ঘটিকা)

অনলাইনে আবেদন ফি জমাদানের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৩ (শনিবার রাত ১১:৫৯ ঘটিকা)

অনলাইনে আবেদন ফি: 700 Taka (Nursing) & 500 Taka (Midwifery)

অনলাইনে প্রবেশ পত্র ডাউনলোড শুরুর তারিখ : ৯ মে ২০২৩ (মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকা)

নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে ২০২৩

ভর্তি পরীক্ষার তারিখ: ১৯ মে ২০২৩ ( শুক্রবার সকাল ১০:০০ থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত।

Apply Link: bnmc.teletalk.com.bd

 

Nursing Admission Circular 2022-202  Information – নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2022-2023 – সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

আজকের পোস্টে যা যা থাকছে

 

  • আবেদন যােগ্যতা
  • আসন সংখ্যা
  • গুরুত্বপূর্ণ  তারিখসমূহ
  • ভর্তি পরিক্ষার আবেদন ফি
  • ভর্তি পরিক্ষার সময়সূচি, পদ্ধতি / মানবন্টন
  •  মেধা তালিকা তৈরি পদ্ধতি
  • আবেদনের নিয়মাবলী সহ আরাে অনেক কিছু।
নার্সিং এর বিভাগ ৩ টি
১. বিএসসি নার্সিং
২. ডিপ্লোমা নার্সিং
৩. ডিপ্লোমা মিডওয়াইফারী

 সরকারি নার্সিং কলেজে ভর্তির যোগ্যতা ২০২২-২০২৩|নার্সিং কলেজে ভর্তি যোগ্যতা

  •  প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  •  আবেদনকারীকে ২০২১ বা ২০২২ সালের এইচএসসি বা সমমান এবং ২০১৯ বা ২০২০ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  •  (ক) ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং কোর্স): বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (GPA) ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
  • ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি: যে কোন বিভাগ হতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (GPA) ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (GPA) ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।
  •  ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: যে কোন বিভাগ হতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (GPA) ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (GPA) ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।
  •  ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০% পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ২০% পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবে।
  •  নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ( Details Instructions for application) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে।
  •  প্রতিটি কোর্সের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে এক ঘন্টার ১০০ (একশত) নম্বরের MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 নার্সিং কলেজে আসন সংখ্যা ২০২২-২৩

  •  বিএসসি ইন নার্সিং : ১২০০ টি আসন
  • ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি : ২৭৩০ টি আসন
  • ডিপ্লোমা ইন মিডওয়াইফারি : ১০৫০ টি আসন
এখানে সারা বাংলাদেশের নার্সিং কলেজের আসন সংখ্যা উল্লেখ করা হয়েছে।

নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০২২-২০২৩

  • বিএসসি ইন নার্সিং : ৭০০ / = টাকা
  • ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি : ৫০০ / = টাকা
  • ডিপ্লোমা ইন মিডওয়াইফারি : ৫০০ / = টাকা

বিএসসি ইন নার্সিং ২০২২-২৩

  • বাংলা – ২০ নম্বর
  • ইংরেজী – ২০ নম্বর
  • গণিত – ১০ নম্বর
  • বিজ্ঞান – ৩০ নম্বর ( জীববিজ্ঞান , পদার্থ ও রসায়ন )
  •  সাধারণ জ্ঞান – ২০ নম্বর
  •  মােট – ১০০ নম্বর
নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন -ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ২০২২-২৩
  • বাংলা – ২০ নম্বর
  • ইংরেজী – ২০ নম্বর
  • গণিত – ১০ নম্বর
  • সাধারণ বিজ্ঞান – ২০ নম্বর
  • সাধারণ জ্ঞান – ২৫ নম্বর।
নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ২০২২-২৩
  • বাংলা – ২০ নম্বর
  • ইংরেজী – ২০ নম্বর
  • গণিত – ১০ নম্বর
  • সাধারণ বিজ্ঞান – ২০ নম্বর
  • সাধারণ জ্ঞান – ২৫ নম্বর
  • মােট – ১০০ নম্বর

নার্সিং ভর্তি পরীক্ষার -মেধা তালিকা তৈরি পদ্ধতি

  • ভর্তি পরীক্ষায় = ১০০ নম্বর এ
  • এসএসসি + এইচএসসি জিপিএ = ৫০ নম্বর
  •  SSC GPA X 4 = 20
  • HSC GPA X 6 = 30
  • লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে । ৪০ নম্বরের কম প্রাপ্তরা অকৃতকার্য বলেগন্য হবে ।

নার্সিং ভর্তি পরীক্ষার -কেন্দ্রের নাম ও কোড

Coming Soon

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩

Nursing Admission Circular 2022-2023 All Information - নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2022-2023 - সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

Nursing Admission Circular 2022-23 PDF

Tag:Admission Circular 2022-23 All Information, Diploma in Midwifery,http://dgnm.gov.bd/,নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2022-2023, সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2022-23, সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩, বিএসসি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩,nursing admission circular 2022-23,diploma in nursing admission 2022-23,bsc nursing admission 2022-23 bd,diploma nursing admission circular 2022-23

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *