হাইড্রোজেন আয়ন কি?
হাইড্রোজেন আয়ন কি?
একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারিত হলে হাইড্রোজেন আয়নের উদ্ভব ঘটে: H-e→H+ ।
হাইড্রোজেন আয়ন কি?
একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারিত হলে হাইড্রোজেন আয়নের উদ্ভব ঘটে: H-e→H+ ।
স্যাবল ব্রাশ কী কাজে লাগে? ডিজিটাল ব্যালেন্স কোন পদার্থকে ওজন নেয়ার পূর্বে Weighing pan বা ওজন নেয়ার স্থানের সমতল প্যানটিকে পরিষ্কার করে নেয়া হয় যাতে কোনরূপ ধূলাবালি না থাকে। পরিষ্কারকরণের কাজে যে ব্রাশটি ব্যবহার করা হয় তা হলো স্যাবল ব্রাশ। আবার শুকনো ল্যাবরেটরি গ্লাস সামগ্রী পরিষ্কারকরণেও স্যাবল ব্রাশ কাজে লাগে।
ব্রোঞ্জকে সংকর ধাতু বলা হয় কেন? আমরা জানি, গলিত অবস্থায় একাধিক ধাতুকে মিশ্রিত করে যে ধাতু মিশ্রণ পাওয়া যায়, তাকে সংকর ধাতু বলে। যেমন- স্টিল, স্টেইনলেস স্টিল, ডুরালুমিন, ব্রোঞ্জ, পিতল ইত্যাদি। ব্রোঞ্জকে প্রস্তুত করা হয় গলিত কপার 90% এবং টিন 10% একত্রে মিশ্রণের মাধ্যমে। তাই বলা যায় যে ব্রোঞ্জ একটি সংকর ধাতু।
রসায়ন বিজ্ঞান যে বিজ্ঞানের সাহায্যে বস্তু বা পদার্থের গঠন, প্রস্তুতপ্রণালী, ধর্মাবলি, ব্যবহার, তাপীয় ও বৈদ্যুতিক পরিবর্তন প্রভৃতি সুস্পষ্ট বিধিযোগে সুষ্ঠুরূপে পর্যালোচনা করা যায় তাকেই রসায়ন বিজ্ঞান বলে।
বিক্রিয়ার হার বলতে কি বুঝ? প্রতি একক সময়ে কোন বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির পরিমাণকে ঐ বিক্রিয়ার বিক্রিয়া হার বলে।
তড়িৎ বিশ্লেষণ কি? বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় সে যৌগের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়।
PV = nRT সমীকরণটি কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? PV = nRT এই সূত্রটি হলো বয়েল, চার্লস ও অ্যাভোগেড্রোর সমন্বিত সূত্র। এই তিনটি সূত্রই শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে, কঠিন বস্তুর আকার বা আয়তন, চাপ কিংবা তাপমাত্রায় খুব বেশি পরিবর্তিত হয় না। আর পরিবর্তিত হলেও তা বয়েল বা চার্লসের সূত্র মেনে চলে না। এ…