ধাতু কি?
ধাতু কি?
যে সকল পদার্থ ঘাত সহনীয়তা, নমনীয়তা, উজ্জ্বলতা, তাপ ও তড়িৎ পরিবাহিতা প্রভৃতি বৈশিষ্ট্য প্রদর্শন করে তাদেরকে ধাতু বলে।
ধাতু কি?
যে সকল পদার্থ ঘাত সহনীয়তা, নমনীয়তা, উজ্জ্বলতা, তাপ ও তড়িৎ পরিবাহিতা প্রভৃতি বৈশিষ্ট্য প্রদর্শন করে তাদেরকে ধাতু বলে।
নিঃসরণ (Effusion) নিঃসরণ কাকে বলে? সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। নিঃসরণ এর ব্যাখ্যাঃ একটি বেলুনকে ফুঁ দিয়ে ফোলাও। এবারে বেলুনের গায়ে এক টুকরা স্কটটেপ লাগাও। এখন একটি আলপিন দিয়ে স্কচটেপের উপর দিয়ে বেলুনটিকে ছিদ্র কর। কী দেখলে? বেলুনের ভিতরের সমস্ত বাতাস ছিদ্রপথ দিয়ে…
রাসায়নিক নিক্তি কাকে বলে? যে নিক্তি দ্বারা কয়েক গ্রাম বা কয়েক মিলিগ্রাম ওজন নির্ভুলভাবে পরিমাণ করা যায় তাকে রাসায়নিক নিক্তি বা রিপ্রেষণীয় নিক্তি বলা হয়।
ফুড প্রিজারভেটিভস কি? যেসব রাসায়নিক পদার্থ পরিমিত পরিমাণে ব্যবহারের মাধ্যমে খাদ্য সামগ্রী প্রক্রিয়াজাত করে দীর্ঘসময় সংরক্ষণ করা হয় তাদেরকে প্রিজারভেটিভস বলে।
রি-সাইকেলিং কী? ল্যবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার প্রক্রিয়াকে রিসাইকেলিং বা পুনর্ব্যবহার বলে।
ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার কি? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বলতে বুঝায় যে, ল্যাবরেটরিতে প্রবেশের পূর্বে সতর্ক থাকা, ক্ষতিকরদিক, ব্যবহারের কৌশল, দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসাবিধি, ফাস্ট এইড বক্সের ব্যবহার, কেমিক্যালসের পরিমিত ব্যবহার ও নিরাপদ সংরক্ষণ।
আরহেনিয়াস মতবাদ (Arrhenius concept of acids and bases) আরহেনিয়াস সর্বপ্রথম ১৮৮৭ খ্রিস্টাব্দে এসিড-ক্ষারকের গাঠনিক সংজ্ঞা প্রদান করেন। তাঁর মতবাদ অনুসারে এসিড ও ক্ষারককে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়ঃ অম্ল বা এসিড যে সকল পদার্থের অণুতে হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অম্ল বা এসিড বলে। যেমন- HCl, HNO3, H2SO4, H3C-COOH ইত্যাদি।…