বিগালক কি?
বিগালক কি?
যেসব পদার্থ ধাতু নিষ্কাশনকালে আকরিকে গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহার করা হয় তাদেরকে বিগালক বলে।
বিগালক কি?
যেসব পদার্থ ধাতু নিষ্কাশনকালে আকরিকে গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহার করা হয় তাদেরকে বিগালক বলে।
পর্যায় সারণির সুবিধাগুলো কি কি? রসায়ন শাস্ত্র অধ্যয়ন ও প্রয়োগকারীদের জন্য পর্যায় সারণি একটি অপরিহার্য হাতিয়ার। আধুনিক পর্যায় সারণি ব্যতিত রসায়ন চর্চা সম্ভব নয়। নিম্নে পর্যায় সারণির সুবিধাগুলো উল্লেখ করা হলো- এ পর্যন্ত আবিষ্কৃত 118 টি মৌলের পৃথক পৃথক ধর্ম মনে রাখা কষ্টসাধ্য। কিন্তু পর্যায় সারণির একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই হয়। ফলে রসায়ন পাঠ…
ক্যাথোড রশ্মি কাকে বলে? খুব কম বায়ু চাপে তড়িৎ মোক্ষণ নলের গ্যাসের মধ্যে তড়িৎ দ্বারের সাহায্যে উচ্চ বিভব পার্থক্য সৃষ্টি করলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবমান তীব্র গতিবেগ সম্পন্ন ইলেকট্রন কণার স্রোতকে ক্যাথোড রশ্মি বলে। নিম্ন চাপে তড়িৎ ক্ষরণ নলের ক্যাথোড থেকে যে ইলেকট্রন নির্গত হয়ে লম্বভাবে প্রায় আলোর বেগে ক্ষরণ নলের বিপরীত দিকের দেয়ালে…
পলিমার কি? পলিমারকরণ বিক্রিয়ায় একই যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বহৎ অণু গঠন করে তাকে পলিমার বলে।
সংকর ধাতু কি? গলিত অবস্থায় একাধিক ধাতুকে মিশ্রিত করে যে ধাতু মিশ্রণ পাওয়া যায়, তাকে সংকর ধাতু বলে।
এসিড বৃষ্টি কি? যে বৃষ্টির পানির pH মান 5.5 এর নিচে, সেটিই হলো এসিড বৃষ্টি। ভূ-পৃষ্ঠের বিভিন্ন উৎস থেকে বায়ুমণ্ডলে কার্বনডাই-অক্সাইড গ্যাস ও নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাস মুক্ত হয়। এসব গ্যাস বাতাসে উপস্থিত পানির সাথে বিক্রিয়ায় এসিড উৎপন্ন করে। উপযুক্ত এসিডগুলো বৃষ্টির পানির সাথে ভূ-পৃষ্ঠে পতিত হয়। একেই এসিড বৃষ্টি বলে।
রাসায়নিক নিক্তি কাকে বলে? যে নিক্তি দ্বারা কয়েক গ্রাম বা কয়েক মিলিগ্রাম ওজন নির্ভুলভাবে পরিমাণ করা যায় তাকে রাসায়নিক নিক্তি বা রিপ্রেষণীয় নিক্তি বলা হয়।