রসায়ন

প্রশমন বিক্রিয়া কাকে বলে?

1 min read

প্রশমন বিক্রিয়া কাকে বলে?

যে বিক্রিয়ায় তুল্যপরিমাণ এসিড ও ক্ষারকের সংযোগে পরস্পরের ধর্ম / বৈশিষ্ট্য হারিয়ে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে প্রশমন বা নিরপেক্ষ যৌগ উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া (Neutralization Reaction) বলে।

একটি এসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। এ ধরনের বিক্রিয়াকে এসিড-ক্ষার বিক্রিয়াও বলা হয়।

যেমন : HCl ও NaOH পরস্পরের সাথে বিক্রিয়া করে NaCl লবণ ও পানি উৎপন্ন করে। এটি একটি প্রশমন বিক্রিয়া।

HCl(aq) + NaOH(aq) → NaCl + H2O

5/5 - (12 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x