সরল দোলন গতি কাকে বলে?

সরল দোলন গতি কাকে বলে?

কোনো পর্যায় গতিশীল বস্তুর ত্বরণ যদি বস্তুটির মধ্য অবস্থান থেকে তার সরণের সমানুপাতিক এবং ঐ অবস্থান অভিমুখী হয়, তবে বস্তুর গতিকে সরল দোলন গতি বলে।

অথবা,

কোন পর্যায় গতিসম্পন্ন বস্তুর উপর কার্যকর ত্বরণে যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে এমনভাবে ক্রিয়া করে যে তার মান ঐ বিন্দু থেকে বস্তুর সরণের মানের সমানুপাতিক হয়, তবে বস্তুর উক্ত গতিকে সরল দোলন গতি বলে।

অথবা,

যখন কোনো বস্তু সরলরেখায় এমনভাবে দোলে যে ত্বরণ সরণের সমানুপাতিক হয় ও বিপরীতমুখী হয় এবং বস্তুটি একটি নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে ফিরে বার বার একই পথে চলতে থাকে, তখন বস্তুর ঐ গতিকে সরল দোলন গতি বলে।

অথবা,

যদি কোনো বস্তু কণা সমান কৌণিক বেগে বৃত্তাকার পথে ঘুরতে থাকে এবং সেই অবস্থায় বৃত্তের পরিধির উপর কণাটির বিভিন্ন অবস্থান বিন্দু থেকে বৃত্তের যেকোনো ব্যাসের উপর লম্বা টানা হয়, তবে লম্বপাদ বিন্দুগুলোর গতি হবে সরল দোলন গতি বলে।

অথবা,

বৃত্তের যেকোনো ব্যাসের উপর সুষম বৃত্তগতির অভিক্ষেপ বা প্রক্ষেপকে সরল দোলন গতি বলে।

যেমনঃ সরল দোলকের গতি, সুরশলাকার বাহুর কম্পন, স্প্রিং-এর উল্লম্ব কম্পন সবই সরল দোলন গতি