ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কি?
ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কি?
নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলে।
নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলে।
তাপের যান্ত্রিক সমতা কাকে বলে? এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায়, তাকে তাপের যান্ত্রিক সমতা বলে। তাপের যান্ত্রিক সমতা বলতে বোঝায় যে, গতি এবং তাপের মধ্যে হওয়া পারস্পরিক বিনিময় এবং প্রতিটি ক্ষেত্রে, প্রদত্ত পরিমাণের কাজ একই পরিমাণ তাপ উৎপন্ন করতে পারে, যদি…
পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। কোনো গতিশীল বস্তু যদি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে এর গতিকে পর্যাবৃত্ত গতি বলে।…
অসহ ভার কাকে বলে? স্থিতিস্থাপক সীমা পর্যন্ত একটি বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক থাকে। প্রযুক্ত বল এ সীমা অতিক্রম করলে বস্তু ক্রমশ স্থিতিস্থাপক থাকবে না। অর্থাৎ বল অপসারণ করলেও কিছু বিকৃতি থেকে যাবে। প্রযু্ক্ত বল ক্রমশ বাড়াতে থাকলে এমন অবস্থা আসে, যখন বস্তুটি ভার সহ্য করতে না পেরে ছিঁড়ে বা ভেঙ্গে যাবে। সর্বাপেক্ষা কম যে ভারের বা…
লেন্স কি? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
চলন্ত ফ্যানের সুইচ অফ করার পরেও এর পাখাগুলো কিছু সময় ঘুরে কেন? চলন্ত ফ্যানের পাখা বন্ধ করার পরও কিছু সময় ফ্যানের পাখাগুলো ঘুরতে থাকে। এর কারণ হলো গতি জড়তা, কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার নাম জড়তা। সুইচ বন্ধ করার আগে ফ্যানটির পাখাগুলো চলন্ত অবস্থায় ছিল। তাই বন্ধ করার পরও গতি জড়তার…
তুমি একটি লিফটের ভেতর ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়িয়ে আছো। লিফটের ক্যাবল ছিঁড়ে গেল। তোমার ওজন কত দেখাবে? আমার ওজন শূন্য দেখাবে। লিফটের ক্যাবল ছিড়ে গেলে, আমি, লিফট ও ওজনমাপক যন্ত্র সবই একই ত্বরণে নিচের দিকে নামতে থাকবো। এক্ষেত্রে ওজনমাপক যন্ত্রের উপর আমার প্রযুক্ত বল হবে শূন্য। একারণে লিফটের ক্যাবল ছিঁড়ে গেলে ওজন মাপক যন্ত্রে…