তুমি একটি লিফটের ভেতর ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়িয়ে আছো। লিফটের ক্যাবল ছিঁড়ে গেল। তোমার ওজন কত দেখাবে?
আমার ওজন শূন্য দেখাবে। লিফটের ক্যাবল ছিড়ে গেলে, আমি, লিফট ও ওজনমাপক যন্ত্র সবই একই ত্বরণে নিচের দিকে নামতে থাকবো। এক্ষেত্রে ওজনমাপক যন্ত্রের উপর আমার প্রযুক্ত বল হবে শূন্য। একারণে লিফটের ক্যাবল ছিঁড়ে গেলে ওজন মাপক যন্ত্রে আমার ওজন শূন্য দেখাবে।