কাজ-শক্তি উপপাদ্য | কাজ-শক্তি উপপাদ্যের তাৎপর্য

কাজ-শক্তি উপপাদ্য (Work-Energy Theorem)

কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান।

আমরা দুটি ক্ষেত্রে কাজ-শক্তি উপপাদ্য প্রমাণ করতে পারি।

ক) বস্তু শক্তি বৃদ্ধি এবং

খ) বস্তু শক্তি হ্রাস।

কাজ-শক্তি উপপাদ্যের তাৎপর্য

১) বস্তুর বেগ অপরিবর্তিত থাকলে গতিশক্তির পরিবর্তন ঘটে না অর্থাৎ সম্পাদিত কাজ শূন্য হয়।

২) গতিশক্তি বৃদ্ধি পেলে সম্পাদিত কাজ ধনাত্মক হয়।

৩) গতিশক্তি হ্রাস পেলে সম্পাদিত কাজ ঋণাত্মক হয়।