Similar Posts
মহাকর্ষ বল কি? বা মহাকর্ষ বল কাকে বলে?
মহাকর্ষ বল কি? বা মহাকর্ষ বল কাকে বলে? এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। এই বলকে মহাকর্ষ বল বলা হয়। এটি একটি পরিবর্তনশীল বল- দুটি নির্দিষ্ট বস্তুর জন্য এই বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে।
জেনারেটর কাকে বলে?
জেনারেটর কাকে বলে? যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর বলে।
বাষ্পীয় চাপ কাকে বলে?
বাষ্পীয় চাপ কাকে বলে? কোনো স্থানের উপস্থিত জলীয় বাষ্প যে চাপ দেয় তাকে বাষ্পীয় চাপ বলে।
প্রতিফলন কোণ কাকে বলে?
প্রতিফলন কোণ কাকে বলে? প্রতিফলিত রশ্মি ও অভিলম্ব আপতন বিন্দুতে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ প্রতিফলিত রম্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে।
স্বকীয় আবেশ কাকে বলে?
স্বকীয় আবেশ কাকে বলে? কুণ্ডলীতে প্রবাহ পরিবর্তনের ফলে তার নিজের ভিতরেই একটি তাড়িতচৌম্বকীয় আবেশ ঘটে। এ ধরনের তাড়িতচৌম্বকীয় আবেশকে স্বকীয় আবেশ বলে।
দৃষ্টি কোণ কি?
দৃষ্টি কোণ কি? কোনো বস্তুর প্রান্ত বিন্দুদ্বয় চোখের লেন্সে যে কোণ উৎপন্ন করে তাকে দৃষ্টিকোণ বলে।