পড়ন্ত বস্তুর (Falling bodies) সূত্রাবলি

পড়ন্ত বস্তুর (Falling bodies) সূত্রাবলি

পড়ন্ত বস্তু(Falling bodies) সম্পর্কে গ্যালিলিও তিনটি সূত্র বের করেন। এগুলোকে পড়ন্ত বস্তুর সূত্র বলে। এ সূত্রগুলো একমাত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য।
বস্তু বিনা বাধায় মুক্তভাবে পড়বে অর্থাৎ এর উপর অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করবে না। যেমন- বাতাসের বাধা এর উপর কাজ করবে না।
প্রথম সূত্রঃ 
স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।
দ্বিতীয় সূত্রঃ
স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক।
অর্থাৎ বস্তু t সময়ে v বেগ প্রাপ্ত হলে, v∞t।
তৃতীয় সূত্রঃ
স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের বর্গের সমানুপাতিক।
অর্থাৎ t সময়ে বস্তু h দূরত্ব অতিক্রম করলে, h∞t2
পড়ন্ত বস্তু

Similar Posts