Similar Posts
ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কাকে বলে ? | উদাহারন
ভাগ কাকে বলে? একটি নির্দিষ্ট সংখ্যাকে অন্য একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে সমান ভাবে বন্টন বা বিভাজন করার পদ্ধতিকে ভাগ বলে। গণিতে ভাগ করার প্রক্রিয়াকে ÷ বা / চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যার উপর ভিত্তি করে সমান ভাগে ভাগ করা যায়, তাকে ভাজ্য বলে। গণিতে ভাজ্যকে লভ্যাংশ বা লব বলা হয়। ভাজক যেকোন ধরণের সংখ্যা হতে পারে। ভাজক কাকে বলে? যে নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাজ্যকে সমান ভাগে বিভক্ত করা হয়, তাকে ভাজক বলে। গণিতে ভাজককে হর বলা হয়। ভাজক ভাজ্যকে ভাগ করে অবশিষ্ট কোনো সংখ্যা রাখতে পারে আবার না ও রাখতে পারে। সংখ্যা ১ (এক) কে সর্বজনীন ভাজক বলা হয়ে থাকে। কারণ, ১ দিয়ে যেকোন সংখ্যাকে ভাগ করা যায়। ভাগফল কাকে বলে? একটি সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, তাকে ভাগফল বলে। যখন ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করা হয় তখন ভাগফলের উদ্ভব হয়। ভাগশেষ কাকে বলে? ভাজক ভাজ্যকে সফলভাবে ভাগ করতে না পারলে যে অবশিষ্ট সংখ্যার সৃষ্টি হয়, তাকেই ভাগশেষ বলে। ভাজ্য, ভাজক,…
ফাঁকা সেট বা শূন্য সেট কাকে বলে?
ফাঁকা সেট বা শূন্য সেট কাকে বলে? যে সেটের কোনো সদস্য নেই, তাকে ফাঁকা সেট বা শূন্য সেট বলা হয়। সেট কি? সাধারণ ভাবে বিভিন্ন বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়।
আধুনিক সেট তত্ত্বের জনক কে?
বিখ্যাত জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর (১৮৪৫-১৯১৮) সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব (Set Theory) নামে পরিচিত। 874 থেকে 1897 এর মধ্যবর্তী সময়ে সেটতত্ত্ব সম্পর্কে ওনার গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলাে প্রকাশ হয় ।
বিচ্ছিন্ন চলক কি?
বিচ্ছিন্ন চলক কি? যে চলকের মান শুধুমাত্র পূর্ণসংখ্যা হতে পারে তাকে বিচ্ছিন্ন চলক বলে। Also Read: অবিচ্ছিন্ন চলক কি?
সমান্তর ও গুণোত্তর ধারা: সংজ্ঞা, সূত্রাবলী
কোনো সংখ্যা বা রাশির অনুক্রমের পদ বা সংখ্যাগুলোকে ধারাবাহিক সমষ্টিকে ধারা বলে। অর্থাৎ অনুক্রম এর পদ বা সংখ্যা সমূহের যোগফলই ধারা। উদাহস্বরুপ, 1+3+5+7+9+…+25 এর সমষ্টি =169। এটি একটি ধারা, যার প্রতিটি পদের মধ্যে পার্থক্য 2 বা সমান। আবার 1+3+9+27+… … একটি ধারা, যার প্রতিটি অনুপাত সমান অর্থাৎ প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ, দ্বিতীয় পদকে…
৫ ফুট ৬ ইঞ্চি কত মিটার
৫ ফুট ৬ ইঞ্চি সমান কত মিটার আমরা জানি ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার । এবং ১ ইঞ্চি সমান ০.০২৫৪ মিটার । তাহলে, ৫ফুট × ০.৩০৪৮ + ৬ইঞ্চি × ০.০২৫৪= ১.৬৭৬৪মি. ৫ ফুট ৬ ইঞ্চি সমান ১.৬৭৬৪ মিটার কিভাবে ফুট এবং ইঞ্চি থেকে মিটার রূপান্তর করবেন ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার: ১ ফুট = ০.৩০৪৮ মিঃ…