Similar Posts
আয়তন পীড়ন কাকে বলে?
আয়তন পীড়ন কাকে বলে? আয়তন বিকৃতি ঘটাতে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বস্তুর আয়তন পীড়ন বলে।
সরণ কি?
সরণ কি? কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনকে সরণ বলে।
তরঙ্গবেগ কী?
তরঙ্গবেগ কী? নির্দিষ্ট দিকে তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গবেগ বলে।
শূন্য কাজ কি? | শূন্য কাজ কাকে বলে?
শূন্য কাজ কাকে বলে? বল প্রয়োগে যদি কোনো বস্তুর সরণ বলের লম্ব বরাবর হয়, তবে ঐ বলের দ্বারা কোনো কাজ হয় না।
কেন্দ্রমুখী বল কাকে বলে?
কেন্দ্রমুখী বল কাকে বলে? যে বলের ক্রিয়ায় কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তপথে চলতে থাকে এবং যে বল সবসময় বস্তুর গতিপথের সঙ্গে লম্বভাবে ভেতরের দিকে অর্থাৎ বৃত্তের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে। m ভরের বস্তু r ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতি v নিয়ে চলতে থাকলে কেন্দ্রমুখী বলের মান হবে mv2/r। কৌণিক বেগে প্রকাশ করলে কেন্দ্রমুখী বলের মান…
শক্তির অপচয় কাকে বলে?
শক্তির অপচয় কাকে বলে? শক্তির এক রূপ হতে অন্যরূপে রূপান্তরের সময় এর সামান্য কিছু অংশ এমনরূপে রূপান্তরিত হয় যা কোনো কাজে আসে না। শক্তির এ অকার্যকর রূপান্তরকে শক্তির অপচয় বলে। শক্তি সাধারণ অবিনশ্বর। শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি এক রূপ হতে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। রূপান্তরের পূর্বে ও পরে মোট শক্তির…