হোম কোয়ারেন্টাইন কি?
হোম কোয়ারেন্টাইন (Home Quarantine) মানে হলো বাড়িতে অন্যের থেকে নিজে আলাদা করে রাখা। কোয়ারেন্টাইন মানে পৃথকীকরণ।
কেউ যদি বিদেশ থেকে আসেন বা করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেন তাহল তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা জানার জন্য যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা।
তাই যখন কেউ নিজেই বাড়িতে অন্যদের থেকে পৃথক হয়ে থাকেন বা পৃথক করে রাখি তাকেই হোম কোয়ারেন্টাইন বলা হবে।
করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে কেউ এলে, তার শরীরে করোনা ভাইরাস প্রবেশ করতে পারে। কিন্তু করোনা ভাইরাস শরীরে প্রবেশের সাথে সাথেই শরীরে এর লক্ষণ প্রকাশ পায় না। প্রায় ৭ দিন কোনো রকম লক্ষণ প্রকাশ করা ছাড়াই চুপচাপ ঘাপটি মেরে থাকতে পারে। তাই উক্ত ব্যক্তিকে ১৪ দিন কোয়ারেন্টাই বা পৃথক করে রাখা হয়। জানার জন্য যে ঐ ব্যক্তির শরীরেরও করোনার ভাইরাস প্রবেশ করেছে কি-না।