যে চক্রে কার্যকরী পদার্থকে কোনো নির্দিষ্ট আয়তন, চাপ ও তাপমাত্রা থেকে শুরু করে দুটি প্রসারণ ও দুটি সংকোচনের মাধ্যমে তাপকে কাজে রূপান্তরিত করে কার্যকরী বস্তুকে প্রথমাবস্থায় ফিরিয়ে আনা হয় সেই চক্রকে কার্নো চক্র বলে।
কৌণিক ত্বরণ কাকে বলে? কৌণিক বেগের পরিবর্তন হলে কৌণিক ত্বরণ হয়। সময়ের সাথে অসম কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। কৌণিক ত্বরণকে α দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক ত্বরণের এককঃ rads-2 কৌণিক ত্বরণের মাত্রাঃ T-2
লেন্স কি? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
অন্তরক কাকে বলে? যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করে না, সেগুলোকে অন্তরক বলে।
প্রিজম কোণ কী? প্রিজমের প্রতিসারক তলদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে।
পোস্ট অফিস বক্স যে রোধ বাক্সের রোধগুলোকে হুইটস্টোন ব্রীজের তিনটি বাহু হিসেবে বিবেচনা করে এর সাহায্যে হুইটস্টোন ব্রীজের নীতি ব্যবহার করে, কোনো অজানা রোধ নির্ণয় করা যায়, তাকে পোস্ট অফিস বক্স বলে।
নভো-দূরবীক্ষণ যন্ত্র কী? মহাকাশের গ্রহ, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় তাকে নভোদূরবীক্ষণ যন্ত্র বলে।